ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অটোচালকদের সঙ্গে বিরোধ, ভোলায় বাস চলাচল বন্ধ

ভোলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। ছবি : কালবেলা
ভোলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। ছবি : কালবেলা

ভোলায় ফের বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোচালকদের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। তারা ভোলা-চরফ্যাশন মহাসড়কে অটো চলাচল নিষিদ্ধ চেয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

সোমবার (৫ মে) সকাল থেকে ভোলার সকল রুটে বাস ও অটোচলাচল বন্ধ রয়েছে। এর আগে রোববার সন্ধ্যার পর থেকে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা।

জানা গেছে, রোববার (৪ মে) বিকেল ৪টায় দৌলতখান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজ ভোলার উপশহর বাংলাবাজার নামক এলাকায় আসলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। সেখানে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, রোববার বিকেলে হাজি এন্টারপ্রাইজ নামের বাসটির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। পরে কয়েকজন অটোচালক একত্রিত হয়ে বাসচালক জাকির হোসেনকে মারধর করেন। এরই পরিপ্রেক্ষিতে বাস শ্রমিকরা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার চলাচল নিষিদ্ধ চেয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।

এদিকে অটোচালকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি। তবে অটো চলাচল বন্ধ রয়েছে। তারা বলছেন, আমাদের সঙ্গে বাস শ্রমিকরা প্রায় ঝামেলা করেন। মহাসড়কে অটো চলাচল নিষিদ্ধের দাবিটি একেবারেই অযৌক্তিক। আমাদের দমিয়ে রাখতেই এমন ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

উল্লেখ, চলতি বছরের ২৯ জানুয়ারি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস মালিক শ্রমিকরা ২৩টি অটোরিকশা বাস ডিপোতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর গত ২৭ এপ্রিল ভোলার চরফ্যাশনে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস শ্রমিক ও অটোচালকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। পরে ভোলা জেলা প্রশাসকের হস্তক্ষেপে সমাঝোতায় ফিরেন বাস শ্রমিক ও অটোচালকরা। সেখানে বাস শ্রমিক ও অটো চালকদের এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য বলা হলেও সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার লক্ষ্য কেবল নির্বাচন নয়, জনগণের অধিকার নিশ্চিত করা’

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ 

ইরানের পাঁচশ মিসাইলের মধ্যে ২০০টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত?

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে : মুরাদ

সদস্যপদ নবায়ন কার্যক্রম গতিশীল করতে বৈঠক বিএনপির

জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি : আমিনুল হক

১০

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ডিএসসিসির সঙ্গে এনজিও’র সমঝোতা সই

১১

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ

১২

বৈষম্যবিরোধী-এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার

১৩

এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ 

১৪

জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনী উদ্বোধন / শেখ হাসিনার চাইতে নির্দয় নারী ঘাতক আর আসবে কিনা সন্দেহ আছে : এবি পার্টি

১৫

ঢাকায় মানি এক্সচেঞ্জ কর্মীর পরিকল্পনায় ৫ লাখ রিয়াল ছিনতাই

১৬

৭ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, অতঃপর...

১৭

সিলেটে জেলা প্রশাসকের অপসারণ চাইলেন সাবেক মেয়র আরিফুল

১৮

প্রবাসীদের বড় সুখবর দিল সরকার 

১৯

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

২০
X