ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অটোচালকদের সঙ্গে বিরোধ, ভোলায় বাস চলাচল বন্ধ

ভোলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। ছবি : কালবেলা
ভোলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। ছবি : কালবেলা

ভোলায় ফের বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোচালকদের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। তারা ভোলা-চরফ্যাশন মহাসড়কে অটো চলাচল নিষিদ্ধ চেয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

সোমবার (৫ মে) সকাল থেকে ভোলার সকল রুটে বাস ও অটোচলাচল বন্ধ রয়েছে। এর আগে রোববার সন্ধ্যার পর থেকে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন বাস শ্রমিকরা।

জানা গেছে, রোববার (৪ মে) বিকেল ৪টায় দৌলতখান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হাজি এন্টারপ্রাইজ ভোলার উপশহর বাংলাবাজার নামক এলাকায় আসলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। সেখানে অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, রোববার বিকেলে হাজি এন্টারপ্রাইজ নামের বাসটির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। পরে কয়েকজন অটোচালক একত্রিত হয়ে বাসচালক জাকির হোসেনকে মারধর করেন। এরই পরিপ্রেক্ষিতে বাস শ্রমিকরা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার চলাচল নিষিদ্ধ চেয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।

এদিকে অটোচালকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি। তবে অটো চলাচল বন্ধ রয়েছে। তারা বলছেন, আমাদের সঙ্গে বাস শ্রমিকরা প্রায় ঝামেলা করেন। মহাসড়কে অটো চলাচল নিষিদ্ধের দাবিটি একেবারেই অযৌক্তিক। আমাদের দমিয়ে রাখতেই এমন ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

উল্লেখ, চলতি বছরের ২৯ জানুয়ারি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস মালিক শ্রমিকরা ২৩টি অটোরিকশা বাস ডিপোতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর গত ২৭ এপ্রিল ভোলার চরফ্যাশনে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস শ্রমিক ও অটোচালকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। পরে ভোলা জেলা প্রশাসকের হস্তক্ষেপে সমাঝোতায় ফিরেন বাস শ্রমিক ও অটোচালকরা। সেখানে বাস শ্রমিক ও অটো চালকদের এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য বলা হলেও সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

১০

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

১১

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

১২

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

১৩

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১৫

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১৬

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৭

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৮

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

১৯

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের

২০
X