বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার অনেক কাজ করলেও খুনিদের বিচারে তেমন কোনো কাজ করেনি।
সোমবার (৫ মে) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ছাত্রশিবিরের নগর শাখার উদ্যোগে মানবপ্রাচীর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ঐতিহাসিক ৫ মে শাপলা গণহত্যার বিচারের দাবিতে এ মানবপ্রাচীরের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, জুলাই বিপ্লব পরবর্তী ৯ মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত সরকার কর্তৃক কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, যা দ্বারা শাপলা চত্বরের গণহত্যার বিচার ত্বরান্বিত হতে পারে। আমরা বর্তমান সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরে গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শাপলা চত্বরে গণহত্যার বিচার কার্যকর করার জন্য অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিপ্লব হয়েছে গত বছরের ৫ আগস্ট। বিপ্লব পরবর্তী ৯ মাস পার হলেও এখনো খুনিদের কোনো বিচার হয়নি। ২০১৩ সালে নাস্তিক ব্লগার কর্তৃক রাসুল (সা.) কে কটূক্তির প্রতিবাদে শাপলা চত্বরে তৌহিদি জনতা সমাবেশের আয়োজন করে। শাহবাগী ও নাস্তিক ব্লগাররা রাসুল (সা.) ও আম্মাজান আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নবীপ্রেমী মুসল্লিরা তাদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। যে সমাবেশ কর্মসূচি পতিত স্বৈরাচার খুনি হাসিনা সহ্য করতে না পেরে ইসলামপ্রেমী মুসল্লিদের ওপর আক্রমণ করে শহীদ করেন।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় এ নেতা বলেন, রাতের বেলায় যখন ধর্মপ্রাণ মুসল্লিরা সারাদিনের কর্মসূচি শেষ করে ঘুমাচ্ছিলেন, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন, সে সময় স্বৈরাচার খুনি হাসিনার পেটুয়া পুলিশ-র্যাব-বিজিবি বাহিনী দিয়ে তাদের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে শত শত ভাইদের খুন করেন। শত শত মানুষ হত্যা করার পরও নির্লজ্জ শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল, ধর্মপ্রাণ মুসলমান নাকি গায়ে রঙ মেখে শুয়েছিল। এখানেই তারা ক্ষান্ত হয়নি। পরবর্তীতে অসংখ্য অত্যাচার চালিয়ে সর্বশেষ জুলাই অভ্যুত্থানে এসে তাদের এ গণহত্যা শেষ হয়।
জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এখনো কীভাবে আওয়ামী দোসররা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াতে পারে? কীভাবে তারা প্রকাশ্যে তাদের কর্মসূচি পালন করতে পারে? এখনো কেন তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না? অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে।
আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, যারা ৫ মে শাপলা চত্বরে গণহত্যা থেকে শুরু করে ২৪-এর জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ছাত্র-জনতাকে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলে সতর্ক থাকারও আহ্বান জানাই।
ছাত্রশিবির রাজশাহী নগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ডা. শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর শিবিরের সেক্রেটারি ইমরান নাজির, মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক শাইনুল ইসলাম, প্রচার সম্পাদক রুবেল আহমেদ, আইন ও ছাত্র কল্যাণ সম্পাদক নাজির আহমেদ সুপ্ত।
মন্তব্য করুন