হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে মসজিদের নামকরণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৫ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোলডুবা গ্রামের ছালেহ আহমদ ও আছাব মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলমান আধিপত্য বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। সম্প্রতি গ্রামের একটি মসজিদ, ‘ঘোলডুবা উত্তরপাড় জামে মসজিদ’ -এর নাম পরিবর্তন করে ছালেহ আহমদ তার পক্ষ থেকে ‘ঘোলডুবা উত্তরপাড় জামে মসজিদ (বড় বাড়ি)’ নামকরণ করেন। এ নামের সঙ্গে ‘বড় বাড়ি’ যুক্ত করাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় আপত্তি তোলেন আছাব মিয়া। এতেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মাহমুদ চৌধুরী ও মুনাইয়ম আহমেদকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালবেলাকে তিনি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন