রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দেড় লাখে শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা

বাঁ থেকে শিশুকন্যা, মা পপি বেগম ও বাবা কাইয়ুম বিশ্বাস। ছবি : সংগৃহীত
বাঁ থেকে শিশুকন্যা, মা পপি বেগম ও বাবা কাইয়ুম বিশ্বাস। ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় মৌখিকভাবে স্ত্রীকে তালাক দিয়ে আট মাস বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে কাইয়ুম বিশ্বাস নামে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন শিশুর মা পপি বেগম।

ভুক্তভোগী পপি বেগম অভিযোগ করে বলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আমার বাড়ি। তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল। এ সময় কোলজুড়ে আসে একটি কন্যাসন্তান। কিন্তু সুখ বেশিদিন টিকেনি। পাঁচ মাস আগে কলহের জেরে মৌখিকভাবে তালাক দেন কাইয়ুম।

তিনি আরও বলেন, তালাকের সময় আট মাস বয়সী কন্যাশিশু তানহাকে জোর করে রেখে দেন কাইয়ুম। কিছুদিন পর জানতে পারি, আমার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে দেড় লাখ টাকায়। শিশুটি বিক্রি করা হয় একই উপজেলার শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কোহিনুর বেগমের কাছে। আর এ বিক্রির মধ্যস্থতা করেন নগরকান্দা উপজেলার দলিল লেখক আলমগীর তালুকদার।

কান্নাজড়িত কণ্ঠে পপি বেগম বলেন, আমার বাচ্চাটাকে একবার দেখার জন্য রাতে ঘুম হয় না, খাইতে পারি না। আমার কলিজা শুকায় গেছে। যাদের কাছে বিক্রি করছে, তাদের মায়ের পা ধইরা কান্নাকাটি করছি তাও বাচ্চার মুখ দেখাইছে না। ওরা বলছে, আমরা দেড় লাখ টাকা দিয়া কিনছি, যে বিক্রি করছে তার কাছে যাও।

তিনি বলেন, কাইয়ুম বিশ্বাস, তার তিন বোন মিতা আক্তার, বুলি বেগম, সাগরী আক্তারসহ পাঁচজনকে অভিযুক্ত করে ফরিদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছি।

এ বিষয়ে জানতে শিশুটির বাবা কাইয়ুম বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে কাইয়ুম বিশ্বাসের বোন মিতা আক্তারের মোবাইলে কল করা হলে ফোন রিসিভ করেন একজন মিতার স্বামী পরিচয় দিয়ে বলেন, ব্যস্ত আছি, এ বলে ফোন কেটে দেন।

নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী কালবেলাকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ চলছে। অভিযোগে শিশুটি বিক্রির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে পাওয়া গেলে আদালতে উপস্থাপন করা হবে। এরপর আদালত সিদ্ধান্ত নেবে, শিশুটিকে মা না বাবার কাছে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১০

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১১

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১২

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৩

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৪

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

১৫

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

১৬

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

১৭

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৮

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

১৯

‘উৎসবমুখর নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি’

২০
X