ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দেড় লাখে শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা

বাঁ থেকে শিশুকন্যা, মা পপি বেগম ও বাবা কাইয়ুম বিশ্বাস। ছবি : সংগৃহীত
বাঁ থেকে শিশুকন্যা, মা পপি বেগম ও বাবা কাইয়ুম বিশ্বাস। ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় মৌখিকভাবে স্ত্রীকে তালাক দিয়ে আট মাস বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে কাইয়ুম বিশ্বাস নামে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন শিশুর মা পপি বেগম।

ভুক্তভোগী পপি বেগম অভিযোগ করে বলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আমার বাড়ি। তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল। এ সময় কোলজুড়ে আসে একটি কন্যাসন্তান। কিন্তু সুখ বেশিদিন টিকেনি। পাঁচ মাস আগে কলহের জেরে মৌখিকভাবে তালাক দেন কাইয়ুম।

তিনি আরও বলেন, তালাকের সময় আট মাস বয়সী কন্যাশিশু তানহাকে জোর করে রেখে দেন কাইয়ুম। কিছুদিন পর জানতে পারি, আমার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে দেড় লাখ টাকায়। শিশুটি বিক্রি করা হয় একই উপজেলার শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কোহিনুর বেগমের কাছে। আর এ বিক্রির মধ্যস্থতা করেন নগরকান্দা উপজেলার দলিল লেখক আলমগীর তালুকদার।

কান্নাজড়িত কণ্ঠে পপি বেগম বলেন, আমার বাচ্চাটাকে একবার দেখার জন্য রাতে ঘুম হয় না, খাইতে পারি না। আমার কলিজা শুকায় গেছে। যাদের কাছে বিক্রি করছে, তাদের মায়ের পা ধইরা কান্নাকাটি করছি তাও বাচ্চার মুখ দেখাইছে না। ওরা বলছে, আমরা দেড় লাখ টাকা দিয়া কিনছি, যে বিক্রি করছে তার কাছে যাও।

তিনি বলেন, কাইয়ুম বিশ্বাস, তার তিন বোন মিতা আক্তার, বুলি বেগম, সাগরী আক্তারসহ পাঁচজনকে অভিযুক্ত করে ফরিদপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছি।

এ বিষয়ে জানতে শিশুটির বাবা কাইয়ুম বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে কাইয়ুম বিশ্বাসের বোন মিতা আক্তারের মোবাইলে কল করা হলে ফোন রিসিভ করেন একজন মিতার স্বামী পরিচয় দিয়ে বলেন, ব্যস্ত আছি, এ বলে ফোন কেটে দেন।

নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী কালবেলাকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ চলছে। অভিযোগে শিশুটি বিক্রির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে পাওয়া গেলে আদালতে উপস্থাপন করা হবে। এরপর আদালত সিদ্ধান্ত নেবে, শিশুটিকে মা না বাবার কাছে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

১০

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

১১

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১২

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১৩

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১৪

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৫

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৬

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৭

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

১৮

টঙ্গীতে মানববন্ধনে হামলা, আহত ৫

১৯

গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

২০
X