কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর করা হবে’

ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ভিশন ২০৩০ এ উল্লিখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ও তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ময়মনসিংহ তারেক স্মৃতি মিলনায়তনে ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সকল জাতি গোষ্ঠী যাতে নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম ও সংস্কৃতি চর্চা করতে পারে সেজন্য বিএনপি সর্বাত্মকভাবে চেষ্টা চালাবে। পাশাপাশি সকল জাতি গোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অধিকতর সুবিধা নিশ্চিত করবে।

একটি মহল বিএনপি সর্ম্পকে অপপ্রচার করে যে, বিএনপি নির্দিষ্ট ধর্ম-বর্ণের দল। তাদের অপপ্রচার নাকচ করে তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সকল ভাষা-ভাষী, সকল ধর্মের ও সকল সংস্কৃতি, সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও গোত্রের মানুষের দল।

বিএনপির এ নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের মাধ্যমে সকল জাতিগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, শুধু ভাষা বা ধর্মের ভিত্তিতে কোন জাতি গড়ে উঠতে পরে না। সেজন্যই তিনি বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে স্বীকৃতি প্রদানের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে জাতিসত্তার পরিচয় প্রদান করেছিলেন। বিএনপি বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে এবং তাদের আকাঙ্ক্ষা ধারণ করে।

এমরান সালেহ প্রিন্স সকল জনজাতিকে বিএনপির পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সকলের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুবাস বর্মর্ণের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, হলুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল স্বর্ণকান্ত হাজং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেই আক্রান্ত হাসপাতাল

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

১৭ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১০

১৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত

১২

এসিআই পিএলসি-তে চাকরির সুযোগ

১৩

সকাল থেকে ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

১৫

গাজীপুরে আগুনে পুড়ল ৪টি ঝুট গুদাম

১৬

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

১৭

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

১৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৯

ফারুকীর সুস্থতায় দোয়া চাইলেন তিশা

২০
X