দিনাজপুরের কাহারোলে উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে কাহারোলে উপজেলার ১নং ডাবর ইউনিয়নের কাশিপুর হাওয়া ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে আরিফুল ইসলাম (২৮) ও হরিতা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩৬)। আহত হয়েছেন সৈয়দপুর গ্রামের মো. বাশেরের ছেলে ফিরোজুল ইসলাম (৪৫)।
কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজনরা জানান, তিনজন একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে আসছিল। পথিমধ্যে ভাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ওসি রুহুল আমিন বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ফিরোজুলকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন