রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরের আকাশ ছোঁয়া গাছগুলো যেন হঠাৎ করেই হয়ে উঠেছে পাখিদের নতুন ঠিকানা। গাছে গাছে বসানো হচ্ছে মাটির তৈরি ছোট ছোট বাসা। এক পাশে দাঁড়িয়ে সেগুলো তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন। প্রকৃতিকে ভালোবেসে, পাখিদের ফিরে আসার আহ্বানে তিনি শুরু করলেন এক অনন্য প্রকল্প—পাখিদের জন্য এক হাজার বাসা।
শুধু প্রকল্প নয়, যেন এক আন্দোলন—প্রকৃতিকে ফিরিয়ে আনার, পাখিদের নিরাপদ আশ্রয় দেওয়ার এক নীরব আহ্বান। সরকারি অর্থায়নে এমন ব্যতিক্রমী প্রকল্পের পেছনে রয়েছে পরিবেশ সচেতনতায় ইউএনওর সুস্পষ্ট বার্তা।
২০২৪-২৫ অর্থবছরে এডিপি ও রাজস্ব খাতের আওতায় বরাদ্দকৃত ২ লাখ টাকা ব্যয়ে পীরগাছা সদর ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে গাছের ডালে বসানো হবে এক হাজার মাটির বাসা। মঙ্গলবার (১৩ মে) পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে এই প্রকল্পের উদ্বোধন করেন ইউএনও নাজমুল হক সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, উপসহকারী প্রকৌশলী ফরিদা ইয়াসমিন শীলা, ওসি (তদন্ত) নাহিদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
উদ্যোগের পেছনের ভাবনা প্রসঙ্গে ইউএনও নাজমুল হক বলেন, প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের আগে পাখিদের বাঁচাতে হবে। তাদের বাসস্থানের সংকট দিন দিন প্রকট হচ্ছে। আমরা চাই পাখিরা এ বাসাগুলোকে তাদের নিজস্ব অভয়াশ্রম হিসেবে ভাবুক, ফিরুক আমাদের প্রকৃতিতে।
তিনি আরও বলেন, এই প্রকল্প যেন শুধু মাটির বাসা বসানো নয়, বরং এটি এক ছোট্ট পাখির ডানায় প্রকৃতিকে ফিরিয়ে আনার স্বপ্ন। পীরগাছার আকাশে হয়ত খুব শিগগিরই বাড়বে ডানার শব্দ—মাটির বাসায় ফিরবে প্রাণের ছোঁয়া।
মন্তব্য করুন