নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৫:৩২ এএম
অনলাইন সংস্করণ

৪ মাসের শিশু চুরি, ৬ দিন পর গ্রেপ্তার নিঃসন্তান দম্পতি 

শিশু চুরি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া দম্পতি। ছবি : কালবেলা
শিশু চুরি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া দম্পতি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার মাসের শিশু চুরি করার ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়।

বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার পূর্ব মাসদাইর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদা বেগম (২৮) ও তার স্বামী আসাদুল (৩৫)।

ভুক্তভোগীরা হলেন- অটোচালক মনোয়ারুল (৩২) ও তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক তাহসিনা আক্তার (২৮)। তাদের ছোট কন্যা সন্তান মাসকুরা বিন তিশা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাহসিনা আক্তার মাসদাইর ফারিয়া গার্মেন্টসে কাজ করেন ও তার স্বামী মনোয়ারুল অটোরিকশা চালক। তারা কর্মক্ষেত্রে চলে গেলে তাদের বড় মেয়ে মরিয়মের (১০) ও ছোট মেয়ে তিশা মাসদাইর এলাকার ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিদিন তার বড় মেয়ে সকাল ১০টার দিকে ছোট বোন তিশাকে দুধ পান করানোর জন্য ফারিয়া গার্মেন্টেসে তার মায়ের কাছে নিয়ে যায় এবং দুধ পান করানোর পর পুনরায় বাসায় নিয়ে আসে। প্রতিদিনের ন্যায় গত ৭ মে সকাল ১০টার দিকে মরিয়ম তার ছোট বোন তিশাকে দুধ খাওয়ানোর জন্য মায়ের কাছে নিয়ে যাচ্ছিল। এ সময় সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় গাইবান্ধা টেইলার্সের সামনে থেকে আসামি মাহমুদা বেগম কৌশলে তিশাকে কোলে নিয়ে মরিয়মকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দেয়। এ সময় মরিয়ম টাকা নিয়ে চকলেট কিনতে দোকানে গেলে মাহমুদা বেগম তিশাকে নিয়ে পালিয়ে যায়।

এরপর তিশাকে খোঁজাখুজি করে না পেয়ে ফতুল্লা থানা পুলিশকে জানায় ভুক্তভোগী বাবা-মা। এ ঘটনায় তিশার বাবা গত ১৩ মে বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরে র‍্যাব-১১ এর সহায়তায় ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ সদস্যরা বুধবার (১৪ মে) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার পূর্ব মাসদাইর এলাকা থেকে মাহমুদাকে গ্রেপ্তার করে ও তিশাকে উদ্ধার করে। এ ঘটনায় আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, বাচ্চা চুরির ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাহমুদা চুরির বিষয়টি স্বীকার করেছে। মূলত তার দীর্ঘ ১২ বছরের সংসার জীবনে কোন সন্তান নেই। যে কারণে সামাজিক ও পারিবারিকভাবে চাপে ছিলেন। এমনকি এ কারণে তার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়। গত ৭ মাস আগে তিনি অন্তঃসত্তা হলেও মিসক্যারেজ হয়ে যায়। এ বিষয়টি পরিবারের সদস্যদের কাছে তিনি লুকিয়েছেন। ফলে এই বাচ্চাটি তিনি চুরি করে তার নিজের বাচ্চা বলে জাহির করেন। এ কারণে বাচ্চাটি চুরি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : কবীর ভূইয়া

ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

ইয়েমেন ভেঙে নতুন রাষ্ট্র হতে যাচ্ছে ‘দক্ষিণ আরবিয়া’

শীতকালে শরীরের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ

মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের মনোনয়ন বৈধ ঘোষণা

অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বিমান

‘৫ ভরি স্বর্ণের দাম ১ কোটি টাকা’

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

১০

নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১১

নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ, যা বলল ভারতের ক্রিকেট বোর্ড

১৩

তারেক রহমান মায়ের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন : রিজভী

১৪

ব্যাটারিচালিত রিকশা নিয়ে হতাশার কথা জানালেন উপদেষ্টা

১৫

নতুন বছরের শুরুতেই চাঙ্গা স্বর্ণ-রুপা, ফের বাড়ল দাম

১৬

নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত 

১৭

যে কারণে তাসনিম জারার মনোনয়ন বাতিল

১৮

৬০ বছর গোসল করেননি আমু হাজি, হয়েছিল তার করুণ পরিণতি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানীতে বিস্ফোরণ

২০
X