শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৫:৩২ এএম
অনলাইন সংস্করণ

৪ মাসের শিশু চুরি, ৬ দিন পর গ্রেপ্তার নিঃসন্তান দম্পতি 

শিশু চুরি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া দম্পতি। ছবি : কালবেলা
শিশু চুরি করার ঘটনায় গ্রেপ্তার হওয়া দম্পতি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার মাসের শিশু চুরি করার ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়।

বুধবার (১৪ মে) রাতে সদর উপজেলার পূর্ব মাসদাইর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাহমুদা বেগম (২৮) ও তার স্বামী আসাদুল (৩৫)।

ভুক্তভোগীরা হলেন- অটোচালক মনোয়ারুল (৩২) ও তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক তাহসিনা আক্তার (২৮)। তাদের ছোট কন্যা সন্তান মাসকুরা বিন তিশা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তাহসিনা আক্তার মাসদাইর ফারিয়া গার্মেন্টসে কাজ করেন ও তার স্বামী মনোয়ারুল অটোরিকশা চালক। তারা কর্মক্ষেত্রে চলে গেলে তাদের বড় মেয়ে মরিয়মের (১০) ও ছোট মেয়ে তিশা মাসদাইর এলাকার ভাড়া বাড়িতে থাকতেন। প্রতিদিন তার বড় মেয়ে সকাল ১০টার দিকে ছোট বোন তিশাকে দুধ পান করানোর জন্য ফারিয়া গার্মেন্টেসে তার মায়ের কাছে নিয়ে যায় এবং দুধ পান করানোর পর পুনরায় বাসায় নিয়ে আসে। প্রতিদিনের ন্যায় গত ৭ মে সকাল ১০টার দিকে মরিয়ম তার ছোট বোন তিশাকে দুধ খাওয়ানোর জন্য মায়ের কাছে নিয়ে যাচ্ছিল। এ সময় সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় গাইবান্ধা টেইলার্সের সামনে থেকে আসামি মাহমুদা বেগম কৌশলে তিশাকে কোলে নিয়ে মরিয়মকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে টাকা দেয়। এ সময় মরিয়ম টাকা নিয়ে চকলেট কিনতে দোকানে গেলে মাহমুদা বেগম তিশাকে নিয়ে পালিয়ে যায়।

এরপর তিশাকে খোঁজাখুজি করে না পেয়ে ফতুল্লা থানা পুলিশকে জানায় ভুক্তভোগী বাবা-মা। এ ঘটনায় তিশার বাবা গত ১৩ মে বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরে র‍্যাব-১১ এর সহায়তায় ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ সদস্যরা বুধবার (১৪ মে) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার পূর্ব মাসদাইর এলাকা থেকে মাহমুদাকে গ্রেপ্তার করে ও তিশাকে উদ্ধার করে। এ ঘটনায় আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, বাচ্চা চুরির ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাহমুদা চুরির বিষয়টি স্বীকার করেছে। মূলত তার দীর্ঘ ১২ বছরের সংসার জীবনে কোন সন্তান নেই। যে কারণে সামাজিক ও পারিবারিকভাবে চাপে ছিলেন। এমনকি এ কারণে তার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়। গত ৭ মাস আগে তিনি অন্তঃসত্তা হলেও মিসক্যারেজ হয়ে যায়। এ বিষয়টি পরিবারের সদস্যদের কাছে তিনি লুকিয়েছেন। ফলে এই বাচ্চাটি তিনি চুরি করে তার নিজের বাচ্চা বলে জাহির করেন। এ কারণে বাচ্চাটি চুরি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১০

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১১

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১২

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৩

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৪

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৫

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৬

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৭

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

১৮

‘মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী হয়রানির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’

১৯

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

২০
X