রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে একটি মালবাহী ট্রাক্টর উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক্টরচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, বাঘাইছড়ি ইউনিয়নে ছয় চাকার একটি গাড়ি উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আহত হয়েছেন।
মন্তব্য করুন