কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের এখনো শান্তিতে বসবাস আসিফ নজরুলের ব্যর্থতা : হাসনাত

কুমিল্লায় জুলাই সমাবেশে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা
কুমিল্লায় জুলাই সমাবেশে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। ছবি : কালবেলা

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চালানো দোসরদের বিচার দাবি করে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কথা ছিল জানুয়ারি মাসেই ট্রাইবুনাল গঠন করার কিন্তু এখন মে মাস। এখন পর্যন্ত তা হয়নি। আমরা আইন উপদেষ্টার কাছে জানতে চাই, কেন এখনও ট্রাইবুনাল গঠন হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্টের আগে যেমন শান্তিতে বসবাস করেছে, এখনও তারা শান্তিতেই বসবাস করছে। এটা আসিফ নজরুল সাহেবের ব্যর্থতা।

শুক্রবার (১৬ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ছাত্র-জনতার গণআন্দোলনে কুমিল্লায় আহত, শহীদ ও বীর সন্তানদের সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু আমরা আশাহত। কারণ, অনেক কাজে আমরা এখনো বিচার দেখিনি, আহতদের এখন পর্যন্ত পুনর্বাসন দেখিনি, কর্মসংস্থান দেখিনি। এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হয়নি। আওয়ামী লীগ নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নেমে এসেছি তখন পর্যন্ত আপনাদের কোনো পদক্ষেপ দেখিনি।

মানবিক করিডোর নিয়ে তিনি বলেন, আমরা কোনো ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব কোনো পরাশক্তির কাছে বন্ধক দেব না। এখানে ভারতের আধিপত্য থাকবে না৷ পিন্ডির আধিপত্য থাকবে না। এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না। বাংলাদেশকে কোনো পরাশক্তির আধিপত্যে আমরা থাকতে দেব না। মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।

আওয়ামী লীগের সহযোগী ১৪ দলের বিষয়েও অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৪ দলের বিষয়ে এ সরকারের কী চিন্তা, সেটি স্পষ্ট করতে হবে। আপনাদের মনে আছে জাপার কথা? তারা ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বলতো- ‘আপার সঙ্গে আলোচনা করে জানাব, আমরা সরকারি দলে থাকব নাকি বিরোধী দল হবো।’ এসব বিষয়ে কী চিন্তাভাবনা সেটা জানাতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আয়োজনে এ ‘জুলাই সমাবেশে’ যোগ দেন এনসিপি, বিএনপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তব্যে তারা বিভিন্ন সামাজিক সমস্যা এবং জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের সহযোগিতা ও বিচারের দাবি তুলে ধরেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ মো. সেলিম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জয়নাল আবেদীন শিশির, এবি পার্টি কুমিল্লা মহানগরের সভাপতি জিএম গোলাম সামদানী, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগরীর আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুরে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ৮

চকরিয়ায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিসিএস ট্যাক্সেস অ্যাসোসিয়েশন অবৈধ ও বিলুপ্ত ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / ঘন ঘন খিঁচুনি মৃগী রোগের লক্ষণ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

উত্তেজনাপূর্ণ শেষ ২.৫০ মিনিট কী আলোচনা করেছেন পাইলট-এটিসি

‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ সংকটে পড়বে’ 

প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলাম, বললেন জবি শিক্ষার্থী

‘জীবনের চাকা আপনার হাতে’- আফজাল হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন 

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’ শনিবার

১০

ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ

১১

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

১২

‘বিচার বিভাগের সংস্কার ছাড়া রাষ্ট্রের সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে’

১৩

বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের

১৪

রাণীশংকৈল ধর্মগড় সীমান্তে অবৈধ পারাপারে যুবক আটক 

১৫

হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার নিশ্চিতের দাবি যুবদল নেতা শহিদুলের

১৬

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাবকে প্রত্যাহারের নির্দেশ

১৭

মোহাম্মদপুরে দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে যুবক নিহত 

১৮

কিডনি রোগী ও প্রবীণদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

শিরোপার আরও কাছে মোহামেডান

২০
X