

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কতিপয় রাজনৈতিক দল মিলে মার্কা বিক্রি করে নিজেদের রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিচ্ছেন একটি সিটের জন্য। যারা দু-একটি দলকে বিক্রি করছেন তারা দলের প্রতি অবিচার করছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনীর কিং কমিউনিটি সেন্টারে গণতান্ত্রিক সংস্কার জোট ফেনী জেলা শাখার আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরীফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা চেয়েছিলাম ব্যালট বিপ্লব হবে, হতে যাচ্ছে বুলেট বিপ্লব। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, বিগত সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারের ভুমিকায় দেখা গেছে। তারা রেফারির ভুমিকায় না থেকে খেলোয়াড়ের ভুমিকা পালন করেছেন। ইতোমধ্যে লটারির মাধ্যমে যারা বিভিন্ন জেলায় এসপি- ওসি নির্বাচিত হয়েছেন তাদের ভুমিকা সন্তোষজনক নয়। প্রশাসন ও পুলিশকে বাংলাদেশমুখি হতে হবে। আপনাদের কোন দলের হওয়া উচিত নয়। প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ ভুমিকা বজায় রাখুন।
তিনি আরও বলেন, হাদির জানাজায় লক্ষ্য জনতার উপস্থিতি প্রমান করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। দেশ পূর্নগঠনে হাদির চিন্তা চেতনা আমাদের পথ অনেকদিন দেখাবে। যারা হাদিকে গিনিপিগ বলেছেন তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হাদীকে যারা অপ্রাসঙ্গিক মনে করে তাদের বিষয়ে সচেষ্ট হতে হবে। হাদি হত্যা মামলার কোন দৃশ্যমান অগ্রগতি আমরা এখনো দেখতে পায়নি। হাদি হত্যায় যারা বিদেশে বসে পরিকল্পনা করেছিলেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
ফেনী জেলা এবি পার্টির আহ্বায়ক মাষ্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।
এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌহিদ, এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসেন তানভীর, এনসিপির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক প্রমুখ।
মন্তব্য করুন