নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (১৭ মে) রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
আগের দিন শুক্রবার রাতে কেন্দুয়া পৌরসভার আইতর গ্রামে তাকে কোপানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার এএসআই শহিদুল ইসলাম কালবেলাকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহত যুবকের নাম আবুল কালাম (৩৫)। তিনি আইতর গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার ব্রাম্মনজাত গ্রামের আব্দুল হেকিমের ছেলে আজিজুল ইসলাম গংদের সঙ্গে আইতর গ্রামের আবুল কালাম গংদের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় আজিজুল গংদের লোকজন আইতর গ্রামের আবুল কালাম গংদের ওপর আক্রমণ করে এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আবুল কালামকে।
পরে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন এবং সেখানেই তিনি রাতে মারা যান।
মন্তব্য করুন