রংপুরের পীরগাছায় হঠাৎ করেই দেখা মিলেছে একটি বিশাল আকৃতির বাগাড় মাছের। মাছটির ওজন ৭২ কেজি, যা সাধারণত এ অঞ্চলে খুব একটা দেখা যায় না। বিরল এই দৃশ্য দেখতে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মোড়ে স্থানীয় জনতা ভিড় জমায়।
মঙ্গলবার (২০ মে) বিকেলে বিশাল আকারের মাছটি এলাকার মানুষের নজর কাড়ে। কেউ ছবি তুলছেন, আবার ভিডিও করছেন। অনেকেই বিস্ময় নিয়ে জানাচ্ছেন, এত বড় মাছ তারা জীবনে কখনো দেখেননি।
জানা গেছে, মাছটি ধরা পড়েছে গাইবান্ধার ফুলছড়ি ঘাট সংলগ্ন যমুনা নদীতে। স্থানীয় জেলে শিরিশ চন্দ্রের জালে মঙ্গলবার সকালে মাছটি আটকা পড়ে।
পরে মাছটি কিনে পীরগাছায় নিয়ে আসেন ফুলছড়ি ঘাটের ব্যবসায়ী লাল মিয়া। তিনি জানান, মাছটি কিনে তিনি এখানে বিক্রির জন্য এনেছেন এবং প্রতি কেজির দাম হাঁকছেন ১২০০ টাকা করে।
এ সময় উপস্থিত অনেকে মাছটি কেনার জন্য দামদর করতেও দেখা যায়। কেউ কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাছটির ছবি ও ভিডিও শেয়ার করছেন।
স্থানীয়দের মতে, এমন বিশাল আইড় মাছ দেখা কেবল রূপকথার গল্পেই শোনা যায়। তবে যমুনা নদীতে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পড়ে থাকলেও ৭২ কেজির মাছ খুবই বিরল ঘটনা।
মন্তব্য করুন