কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেলা নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১১

জামায়াত-বিএনপির সংঘর্ষে এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা
জামায়াত-বিএনপির সংঘর্ষে এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী গাজীকালু-চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে এ ঘটনা ঘটে।

জামায়াতের আহতরা হলেন- জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, জামায়াত কর্মী কুদ্দুস প্রামাণিক (৭০), শহিদুলের ছেলে তুহিন হোসেন, আক্কাস আলীর ছেলে জিহাদ হোসেন, সুকচাদের ছেলে জামাত আলী, জালালের ছেলে ইউনুস আলী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির আহতরা হলেন- খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান, বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সুলতান, গফুর শেখের ছেলে সুকুর শেখ, আজিজলের ছেলে শরীফ ও আসাকুর রহমান। তারা বিএনপির কর্মী-সমর্থক। তারা কুষ্টিয়া সদর হাসপাতাল ও বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড়শ বছর ধরে হোগলা চাপাইগাছি বাজারে গাজীকালু-চম্পাবতী মেলার আয়োজন করে আসছেন স্থানীয়রা। গত ১৭ মে থেকে মেলা শুরু হওয়ার কথা। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়া খেলার অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি তোলেন জামায়াত ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর প্রশাসনের অনুমতি না মিললেও বিএনপির সমর্থকরা মেলা বসানোর চেষ্টা করে এ বছর। এ নিয়ে মঙ্গলবার বিকেল থেকে এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ দফায় দফায় টহল দেয়। তবুও এক পর্যায়ে সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হামলা, ভাঙচুর চালিয়েছে।

হামলার অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়ার আসর বসানো হয়। সেজন্য প্রশাসন অনুমতি দেয়নি এবার। তবুও বিএনপি ও মেলা কমিটি মেলার আয়োজন করেছে। আমরা মেলার বিষয় জানতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ আমাদের অনেকেই আহত হয়েছেন। থানায় মামলা করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির সমর্থক ও খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান বলেন, জামায়াতের শত শত লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে। বিচারের আশায় থানায় মামলা করব।

জামায়াতের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, ইসলামবিরোধী কর্মকাণ্ডে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে মেলা কমিটির লোকজন হামলা করেছে। এ ঘটনায় কুমারখালী থানায় মামলা করা হবে।

শত বছর ধরে চলা আসা মেলায় এবার অনুমতি মেলেনি বলে জানিয়ে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মেলা বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এখন এলাকার পরিবেশ শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রুশ চলচ্চিত্র ও আলোচনা

রানা হত্যায় পুনঃবিচারে ৪ আসামির মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

বিনিয়োগকারীদের সঙ্গে ড. আনিসুজ্জামানের বৈঠক ২৯ মে

মেম্বার থেকে জোর করে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা

ঢাকা দক্ষিণ সিটির সব নাগরিক সেবা বন্ধ

বজ্রপাতে মায়ের সামনে ছেলের মৃত্যু ‎

ঈদের আগে বিএনপিপন্থি সব ভিসি-প্রক্টরের পদত্যাগ চাইলেন বাকের  

বগুড়ায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন হাইকোর্টে স্থগিত

ঢাকায় এসে নিখোঁজ কালবেলার সাংবাদিক

১০

রায় ঘোষণা পর্যন্ত সড়কে থাকবেন ইশরাক সমর্থকরা

১১

১১৮ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

১২

খাতভিত্তিক গবেষণায় যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই-আইবিএফবি 

১৩

বিয়ে করছেন মারিয়া মিম

১৪

শাহরুখের সঙ্গে মজা করতে গিয়ে বিব্রত ওয়ামিকা

১৫

ডিএনসিসির  দাবি / পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি ভিপি নুরের

১৬

হামজাদের ম্যাচের টিকিট মূল্য ৪০০ থেকে ৫ হাজার

১৭

ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩০

১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

১৯

তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল : ইশরাক

২০
X