টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী দল নকশীকাঁথা নামের মেইলের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর ২টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় নকশীকাঁথা নামে মেইল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর জানান, দৌলতদিয়া রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি দুপুরের দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এলে মাঝের দুটি বগি লাইনচ্যুত হয়। দুপুর থেকেই আমরা বগি উদ্ধারের কাজ শুরু করি। অবশেষে রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন