মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ক্ষতিগ্রস্ত রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু। ছবি : কালবেলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইন উপড়ে ফেলার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ত্রিশালের আউলিয়ানগর থেকে গফরগাঁওয়ের মশাখালী পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেলপথে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগনালের কাছে রেলের পাত খুলে ফেললে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। সালটিয়া মাঠখোলা এলাকায় ২০ ফুটের মতো রেললাইন উপড়ে ফেলা হয়।

এ সময় যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ শেষ করে। পরে রাত সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেন লাইনচ্যুত হওয়ার পর জামালপুর থেকে ঢাকাগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেন সকাল ৯টা ৪০ মিনিটে ময়মনসিংহ স্টেশনে এসে অস্থায়ীভাবে থেমে যায়। পরে বিকল্প পথে গৌরীপুর, কিশোরগঞ্জ ও ভৈরব হয়ে ঢাকা যাত্রা করে ট্রেনটি।

স্থানীয় তফাজ্জুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। তখন বাসা থেকে বের হয়ে দেখি যাত্রীরা হুড়োহুড়ি করে নামছেন। এমন কাজ করা মানুষের দ্বারা সম্ভব নয়। আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন কালবেলাকে বলেন, বিকল্প হিসেবে ভৈরব হয়ে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ছেড়ে গেছে। এ ছাড়া ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ভৈরব হয়ে ময়মনসিংহে আসে।

ট্রেনটির সহকারী চালক হাসিম উদ্দিন বলেন, কুয়াশার কারণে ট্রেনের গতি ছিল ৫০ কিলোমিটার। স্টেশনের আগে আউটার সিগনাল ঝুঁকি থাকায় সেখানে ট্রেনটি থামানোর কথা ছিল। যার কারণে গতিসীমা ২০ কিলোমিটারে নিয়ে আসা হয়। গতি কম থাকা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চার ট্রেনের যাত্রা বাতিল : ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ থাকায় ঢাকা-তারাকান্দি পথে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস, তারাকান্দি-ঢাকা পথে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা পথে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকা পথে আন্তঃনগর হাওর এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়।

পরে বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের মূল্য ফেরত পেতে অনলাইনে রিফান্ড গ্রহণের জন্য অনুরোধ করে রেলওয়ে বিভাগ।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, চলমান পরিস্থিতিতে অনিবার্য কারণে ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন : রেললাইন উপড়ে ফেলার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় প্রকৌশলী সিরাজ উদৌল্লা। তিনি বলেন, আগামী তিন কার্যদিবসের মাঝে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে প্রাপ্ত দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ-আল-মামুন কালবেলাকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় উপজেলা পরিষদসহ আশপাশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, উপজেলা শহরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ঝামেলা যেন না হয়, সে দিকে তৎপর রয়েছে প্রশাসন।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। এরপর থেকে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঞ্চিতদের সমর্থকরা।

তৃতীয় দিনের মতো আন্দোলনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেইসঙ্গে রেলওয়ে স্টেশন ভাঙচুর করেছে একদল লোক। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। আতঙ্কে গফরগাঁও পৌর শহরে তিন দিন ধরে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ট্রেন যোগাযোগ বন্ধের সঙ্গে দিনভর বাস চালাচলও সম্পূর্ণ বন্ধ ছিল। এতে কার্যত পুরো শহর অচল হয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১০

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

১১

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

১২

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী

১৩

ধর্ম অবমাননার অজুহাত তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা জঘন্যতম কাজ : ধর্ম উপদেষ্টা

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে’ অনুষ্ঠিত

১৫

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৪৩ জন, জমা দেননি ৮৮ জন

১৬

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

১৭

মাত্র ১ মিনিট দেরির কারণে মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থী!

১৮

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আসনে প্রার্থী হলেন তার স্ত্রী

১৯

ঢাকা-১২ / স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিএনপির নীরব

২০
X