সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীর মুখ ও মাথা ইট দিয়ে থেঁতলিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন গোলচত্বরে সওজের হাইওয়ে রেস্ট হাউসের পেছনে ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আরাফাত ফরিদপুর জেলার বাসিন্দা। তিনি স্থানীয় সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আরাফাত রাধানগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি প্রায় এক মাস ধরে হোটেলের চাকরি ছেড়ে দিয়েছিলেন। শুক্রবার সকালে রেস্ট হাউসের পেছনের ফাঁকা জায়গায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোজিত নন্দী কালবেলাকে বলেন, ধারণা করা হচ্ছে ইট দিয়ে মাথা ও মুখ থেঁতলে আরাফাতকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
মন্তব্য করুন