রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:৪২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

১০ দাবিতে রাজশাহীতে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট 

রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে যানবাহন চালকেরা। ছবি : কালবেলা
রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে যানবাহন চালকেরা। ছবি : কালবেলা

তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করাসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছে। এতে সকাল ৬টা থেকে রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহন চালকরা।

রোববার (২৫ মে) দুপুর ২টা পর্যন্ত ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মচারীরা।

পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সওজ বিভাগের ইজারা ভূমির মাশুল আগের মতো বহাল রাখা, নবায়নকালীন সময়ে নির্ধারিত ইজারা মাশুলের পে-অর্ডারসহ আবেদন নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা দিলে সেটিকে নবায়ন হিসেবে গণ্য করা, বিএসটিআইয়ের পূর্বের নিয়ম অনুযায়ী ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই কার্যক্রম পরিচালনা, আন্ডার গ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস ও নিবন্ধন প্রথা বাতিল।

এ ছাড়া বিভিন্ন স্থানে ঘর বা খোলা জায়গায় অবৈধভাবে মেশিন স্থাপন করে জ্বালানি তেল বিক্রি বন্ধ, ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ, ট্যাংকলরি চালক সংকট মোকাবিলায় চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স ইস্যু প্রক্রিয়া সহজ করা, গাড়ির কাগজপত্র পরীক্ষার নামে রাস্তায় ট্যাংকলরি যত্রতত্র না থামানো। তেলের ডিপো গেটে কাগজপত্র পরীক্ষার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করাসহ এবং আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করার দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ রাজশাহী শাখার তথ্য মতে, রাজশাহীতে ৫০টি পেট্রোল পাম্প আছে। এ ছাড়াও তেল পরিবহনের জন্য ১০০টি গাড়ি আছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছ, রোববার সকাল থেকেই নগরীর সব পেট্রোল পাম্প বন্ধ। যানবাহন চালকেরা পাম্পে এসেও ফেরত গেছেন তেল না নিয়ে। অনেকে আবার পড়েছেন ভোগান্তিতেও।

নগরীর গুল গফুর পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা সাখাওয়াত হোসেন সাদী বলেন, মোটরসাইকেলে তেল নাই। ভাবলাম অফিসে যাবার আগে তেল তুলে নেই। এসে দেখি ধর্মঘট। কী আর করার দেখি সামনে কোথাও থেকে বেশি দামে তেল কিনতে হবে। তবে এখন ভয় হচ্ছে গাড়ি যাতে রাস্তায় বন্ধ না হয়ে যায়। তা না হলে ভোগান্তি চরমে যাবে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সৈয়দ অনিসুর রহমান শিমুল বলেন, দাবি আদায়ে গত ১২ মে সংবাদ সম্মেলন করে ১২ দিনের আলটিমেটাম দিয়েছিলেন তারা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় ২৫ মে আধাবেলা প্রতীকী কর্মবিরতির পালনের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। তবে আমাদরে দাবি না মানা হলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

১০

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

১১

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার

১২

হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন

১৩

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারের ২০ যাত্রী

১৪

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ.লীগ নেতার

১৫

এই ফেব্রুয়ারিতে প্রতিটি দিন চারবার, জানুন কারণ

১৬

শীতের সকালে নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

১৭

কলকাতার ‘আক্ষেপ’ বাড়াল মুস্তাফিজ!

১৮

আজ বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কত

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

২০
X