কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

এর আগে, গত মঙ্গলবার (২৫ মে) সকাল ১০টায় সড়ক পারাপারের সময় বাসচাপায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক।

নিহত ওমর ফারুক শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। তিনি সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার আবু তাহেরের ছেলে।

এদিকে রোববার নিহতের খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয়দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এক পর্যায়ে বেলা সোয়া ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বেপরোয়া গতির গাড়িচাপায় প্রায়ই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে। এজন্য বাজার এলাকায় ফুটওভার ব্রিজ দাবি করেছেন তারা।

অন্যদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অতিষ্ঠ যাত্রী ও চালকরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবরে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার আড়াই ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিবিসি এক্সপোতে নজর কেড়েছে ব্রোটেকসের নতুন প্রযুক্তি

র‍্যাংগস ইমার্টের আয়োজনে রেফ্রিজারেটর কার্নিভাল

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গায়ানা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

বৃষ্টির মধ্যেই সড়কে পিচ ঢালাই

আদালতে শরীরে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যাচেষ্টা

ফিলিস্তিনের কান্না শুনছে না বিশ্ব, মালয়েশিয়ার তীব্র প্রতিবাদ

যুগান্তর সম্পাদকের মানহানির মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রিয়ালে আনচেলত্তির উত্তরসূরি হলেন জাবি আলোনসো

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে : তারেক রহমান

১০

চিরকুটে লেখা ছিল ‘নিজের সাথে যুদ্ধ করে ক্লান্ত আমি’

১১

ক্রোম ব্রাউজারে আসছে নিরাপত্তার নতুন সুবিধা

১২

শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি : ইশরাক হোসেন

১৩

শ্রমিক দলের অবস্থান ধর্মঘট / বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না চট্টগ্রাম বন্দর

১৪

চট্টগ্রামের পোশাক কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের পোশাক

১৫

আইভী রিমান্ডে

১৬

‘পদত্যাগ করতে হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা’

১৭

একমত না হওয়া সব বিষয় প্রকাশ করা হবে : আলী রীয়াজ

১৮

বরিশালে জেলা ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

নারী সমন্বয়ক লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
X