রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় গরু ভেবে ২৪ গরু আটক বিজিবির, মহাসড়কে বিক্ষোভ

রাজশাহীতে ভারতীয় গরু ভেবে বিজিবির ২৪ গরু আটকের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
রাজশাহীতে ভারতীয় গরু ভেবে বিজিবির ২৪ গরু আটকের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজশাহীর বিভিন্ন স্থান থেকে ভটভটি বোঝাই গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে সিটি হাটে যাচ্ছিলেন গরুর মালিক ও ব্যবসায়ীরা। হাটে পৌঁছানোর আগেই গতকাল বুধবার সকালে গাড়িসহ গরুগুলো আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় গরু ভেবে ৪টি ভটভটি বোঝাই প্রায় ২৪টি গরু বিজিবি আটক করেছে বলে দাবি ভুক্তভোগীদের।

তারা বলেন, গরুগুলো ‘দেশি’ এবং বাড়িতেই লালন-পালন করা। নিজেরা না খেয়ে লাভের আশায় গরুগুলোকে খাইয়েছেন। অথচ বিজিবি গরুগুলো আটক করে শুল্ক বিভাগে জমা দেয়। গরুগুলো ছেড়ে না দিলে তাদের আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই বলেও হুমকি দেন ভুক্তভোগীরা। আটক করা এই ২৪টি গরুর আনুমানিক দাম ৬৫ লাখ টাকা।

এদিকে ‘দেশি’ গরু আটকের প্রতিবাদে বুধবার দুপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে নগরীর শালবাগান এলাকায় বিজিবি-১ ব্যাটালিয়নের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগী গরুর মালিক ও ব্যবসায়ীরা। এতে সড়কের দুপাশে যানবাহন আটক পড়লে যানজটের সৃষ্টি হয়। পরে বিজিবি সদর দপ্তরে রাজশাহী সিটি হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সভা হয়। কিন্তু কোনো সমাধান হয়নি।

গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। মোট ২৪টি গরু আটক করে আনা হয় বিজিবির সদর দপ্তরে। এ খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদর দপ্তরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীও জড়ো হন। তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।

গরু ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশ্যে গরু আনছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষিদের থেকে কিনেছেন। সেগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশীয় গরু, ভারতের নয়। কাস্টতানোরের শিধাইল এলাকার বাসিন্দা ভটভটি চালক ইসমাইল হোসেন বলেন, আমার গাড়িতে ৮টি গরু নিয়ে সিটি হাটে আসতে থাকি। কিন্তু পথিমধ্যে গাড়ি থামিয়ে গরুগুলো আটক করে কাস্টমস গোডাউনে নিয়ে এসেছে। গরুগুলো ভেতরে ঢুকিয়ে গাড়ির চাবি তারা নিয়ে নিয়েছে। মোবাইলও কেড়ে নিয়েছিল, তা ফেরত দিয়েছে।

গরুর মালিক সিদ্দিক বলেন, ‘আমরা কাস্টম অফিসে এসে কর্মকর্তাদের সঙ্গে বলছি। তারা বলছে, বিজিবি ছাড়পত্র না দিলে তারা এগুলো ছাড়তে পারবে না।’ এ বিষয়ে জানতে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হককে একাধিকবার কল করা হয়। তিনি ফোন রিসিভ করেননি। এজন্য এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিজিবির সূত্র বলছে, এগুলো যে ভারতীয় গরু তাতে কোনো সন্দেহ নেই। ভারতীয় গরুর বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। বিজিবি সিটি হাটসহ অন্য হাট ইজারাদারদের সঙ্গে কথা বলে ভারতীয় গরু হাটে না প্রবেশের অনুরোধ করে। কিন্তু তারা নিজেরাই বিভিন্ন ইউনিয়ন পরিষদের সিল বানিয়ে ছাড়পত্র করে ভারতীয় গরু হাটে তোলার ব্যবস্থা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৫

এবার ইসরায়েলের ওপর ক্ষোভ ঝাড়ল ৫ দেশ

গাজায় মৃত্যুর মিছিল / শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নেতানিয়াহু

কেমন কাটতে পারে আজকের দিন, জেনে নিন রাশিফলে

২২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

২২ মে : আজকের নামাজের সময়সূচি

ঢাকা বোট ক্লাবে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা

১০

বিতর্কের মুখে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মারজুকের পদ স্থগিত

১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা / ৮০% নম্বর ও ৬০% উপস্থিতি না থাকলে চূড়ান্ত পরীক্ষা নয়।

১২

ডিআরইউতে সন্ত্রাসী জাকির গংদের হামলা, আহত একাধিক সাংবাদিক

১৩

স্বাস্থ্য পরামর্শ / স্থূলতা নিয়ে উদ্বেগ নয়, প্রয়োজন প্রতিরোধ

১৪

ইউরোপা লিগ ফাইনালে ম্যানইউকে হারিয়ে টটেনহ্যামের ইতিহাস

১৫

বিচারককে ফোন করে হুমকি দিয়েছেন এক উপদেষ্টা, অভিযোগ ইশরাকের

১৬

শারজাহতে লজ্জার হারে সিরিজ হারাল বাংলাদেশ!

১৭

প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে ‘বিশেষজ্ঞ পুল’ গঠন করছে সরকার

১৮

বাঙলা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার পদ স্থগিত

১৯

তারুণ্যের সমাবেশ সফলে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা

২০
X