রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় গরু ভেবে ২৪ গরু আটক বিজিবির, মহাসড়কে বিক্ষোভ

রাজশাহীতে ভারতীয় গরু ভেবে বিজিবির ২৪ গরু আটকের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
রাজশাহীতে ভারতীয় গরু ভেবে বিজিবির ২৪ গরু আটকের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

রাজশাহীর বিভিন্ন স্থান থেকে ভটভটি বোঝাই গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে সিটি হাটে যাচ্ছিলেন গরুর মালিক ও ব্যবসায়ীরা। হাটে পৌঁছানোর আগেই গতকাল বুধবার সকালে গাড়িসহ গরুগুলো আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় গরু ভেবে ৪টি ভটভটি বোঝাই প্রায় ২৪টি গরু বিজিবি আটক করেছে বলে দাবি ভুক্তভোগীদের।

তারা বলেন, গরুগুলো ‘দেশি’ এবং বাড়িতেই লালন-পালন করা। নিজেরা না খেয়ে লাভের আশায় গরুগুলোকে খাইয়েছেন। অথচ বিজিবি গরুগুলো আটক করে শুল্ক বিভাগে জমা দেয়। গরুগুলো ছেড়ে না দিলে তাদের আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই বলেও হুমকি দেন ভুক্তভোগীরা। আটক করা এই ২৪টি গরুর আনুমানিক দাম ৬৫ লাখ টাকা।

এদিকে ‘দেশি’ গরু আটকের প্রতিবাদে বুধবার দুপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে নগরীর শালবাগান এলাকায় বিজিবি-১ ব্যাটালিয়নের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগী গরুর মালিক ও ব্যবসায়ীরা। এতে সড়কের দুপাশে যানবাহন আটক পড়লে যানজটের সৃষ্টি হয়। পরে বিজিবি সদর দপ্তরে রাজশাহী সিটি হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে বিজিবির সভা হয়। কিন্তু কোনো সমাধান হয়নি।

গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। মোট ২৪টি গরু আটক করে আনা হয় বিজিবির সদর দপ্তরে। এ খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদর দপ্তরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীও জড়ো হন। তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের রাস্তা ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।

গরু ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশ্যে গরু আনছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষিদের থেকে কিনেছেন। সেগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশীয় গরু, ভারতের নয়। কাস্টতানোরের শিধাইল এলাকার বাসিন্দা ভটভটি চালক ইসমাইল হোসেন বলেন, আমার গাড়িতে ৮টি গরু নিয়ে সিটি হাটে আসতে থাকি। কিন্তু পথিমধ্যে গাড়ি থামিয়ে গরুগুলো আটক করে কাস্টমস গোডাউনে নিয়ে এসেছে। গরুগুলো ভেতরে ঢুকিয়ে গাড়ির চাবি তারা নিয়ে নিয়েছে। মোবাইলও কেড়ে নিয়েছিল, তা ফেরত দিয়েছে।

গরুর মালিক সিদ্দিক বলেন, ‘আমরা কাস্টম অফিসে এসে কর্মকর্তাদের সঙ্গে বলছি। তারা বলছে, বিজিবি ছাড়পত্র না দিলে তারা এগুলো ছাড়তে পারবে না।’ এ বিষয়ে জানতে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হককে একাধিকবার কল করা হয়। তিনি ফোন রিসিভ করেননি। এজন্য এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিজিবির সূত্র বলছে, এগুলো যে ভারতীয় গরু তাতে কোনো সন্দেহ নেই। ভারতীয় গরুর বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। বিজিবি সিটি হাটসহ অন্য হাট ইজারাদারদের সঙ্গে কথা বলে ভারতীয় গরু হাটে না প্রবেশের অনুরোধ করে। কিন্তু তারা নিজেরাই বিভিন্ন ইউনিয়ন পরিষদের সিল বানিয়ে ছাড়পত্র করে ভারতীয় গরু হাটে তোলার ব্যবস্থা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, তানজিলা টেক্সটাইলের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ

মিটফোর্ডে বর্বরতার দায় বিএনপি ও সরকারকেই নিতে হবে : ইসলামী আন্দোলন

‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৃশংসতার রাজনীতি চলতে পারে না’

ব্যবসায়ী হত্যা / যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম

তুরাগ থানা এলাকায় বিএনপি নেতা কফিল উদ্দিনের লিফলেট বিতরণ

আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অচলাবস্থা, মুখ খুললেন সেই সাব-রেজিস্ট্রার

কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত : ড. মাসুদ

বিএনপি সর্বদা সন্ত্রাস দমনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত : তারেক রহমানের উপদেষ্টা

পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যাকাণ্ডে নিন্দা ও প্রতিবাদ এবি পার্টির

১০

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস

১১

পাথর মেরে মানুষ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের

১২

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৩

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস

১৪

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

১৫

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরের দাবি ও আহ্বান

১৬

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

১৭

হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

১৮

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

১৯

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে : গোলাম পরওয়ার

২০
X