কারাগার শুধু বন্দিত্বের স্থান নয়—এটি হতে পারে পুনর্বাসন, মানসিক প্রশান্তি ও মানবিক উন্নয়নের ক্ষেত্রও। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে মাগুরা জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আয়োজন—মৌসুমি ফল উৎসব। মঙ্গলবার (২৭) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কারা অধিদপ্তরের আওতায় মাগুরা জেলা কারাগার কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রায় ৪৩৫ জন বন্দির মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়। প্রত্যেক বন্দিকে চারটি লিচু, দুটি আম এবং কাঁঠাল প্রদান করা হয়। অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে কারাগারের অভ্যন্তরে, যা দীর্ঘ সময় বন্দিত্বে থাকা কারাবন্দিদের মধ্যে তৈরি করে ভিন্নধর্মী এক অনুভব।
ফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত জেলার আবিদ আহমেদ, প্রধান কারারক্ষী নুরজাহান বেগম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
জেল সুপার মহিউদ্দিন হায়দার জানান, ‘কারাবন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল প্রাপ্তিতে তারা আনন্দিত হয়েছেন এবং এতে কারাগারের ভেতরে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।’
এ ফল উৎসব বন্দিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বন্দিদের আত্মীয়-স্বজন, উপস্থিত কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ আয়োজনের প্রশংসা করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ বন্দীদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করে।
আয়োজনে অংশ নেওয়া এক বন্দি আবেগআপ্লুত হয়ে বলেন, ‘ফলের মৌসুমে বাড়িতে বিভিন্ন রকমের ফল খাওয়া হয়, কিন্তু কারাগারে থেকেও মৌসুমী ফল খেতে পারব—এটা কল্পনাও করিনি। এই আয়োজন আমাদের মনোবল বাড়িয়েছে এবং কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
মন্তব্য করুন