ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাবেক, বর্তমান ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত অংশগ্রহণে উৎসবমুখর ছিল ডুজার এই উৎসব।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ উৎসব অনুষ্ঠিত হয়।
ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাদী হাসানের সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। এছাড়াও ডুজার সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ আয়োজনের জন্যে ডুজাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সবসময়ই এমন আয়োজন করে থাকে। যার ফলে আমরা সবাই একত্রিত হতে পারি। দেশীয় ফল নিয়ে এমন আনন্দঘন উৎসব আয়োজন করায় সাংবাদিক সমিতির সবাইকে ধন্যবাদ। আমি সাংবাদিক সমিতি তার অতীতের গৌরবময় ইতিহাস ধরে আগামীতেও কাজ করবে এই কামনা করছি।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, দেশীয় ফলের উৎসব আয়োজনের বিষয়টি খুবই দারুণ। এই সময়ে দেশীয় ফলকে নিয়ে সাংবাদিক সমিতি উৎসব করায় আমরা বেশ আনন্দিত। এসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশীয় ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে পারি, যা অবশ্যই প্রশংসার দাবিদার।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাবি সাংবাদিক সমিতি সবসময় ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে। এই ফল উৎসবও তার ব্যতিক্রম নয়। বাহারি ফলের সমাহারে সজ্জিত এই উৎসব যেন অন্য এক অনুভূতি দেয়।
এ সময় ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান উৎসবে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে ডুজার যে কোনো প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন