মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৩:২৮ এএম
অনলাইন সংস্করণ

রংপুরের সাবেক মেয়র মোস্তফাকে গ্রেপ্তারে আলটিমেটাম

রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ। ছবি : কালবেলা
রংপুরের জাহাজ কোম্পানি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ। ছবি : কালবেলা

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের পুনর্বহাল করে সিটি পরিষদকে কার্যকর করতে ৭ দিনের আলটিমেটাম ঘোষণার পর সাবেক মেয়র ও জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ মিছিলকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টায় রংপুর প্রেসক্লাব জড়ো হন। সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে রংপুর প্রেসক্লাব থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নগর ভবনের দিকে অগ্রসর হয়ে পরে জাহাজ কোম্পানি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন নেতারা।

এ সময় জাতীয় নাগরিক পার্টি রংপুরের সংগঠক আলমগীর নয়ন বলেন, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে লিয়াজোঁ করে যারা ক্ষমতায় ছিল তারা আজকে রংপুরে মিছিল করেছে। মিছিলে তারা বলেছে আগামী ৭ দিনের মধ্যে তাকে মেয়র পদে তাকে বহাল রাখতে হবে। এই সাহস উনি কোথায় পেয়েছে। তারা আবু সাইদের রংপুরে কীভাবে মিছিল করার, বিক্ষোভ করার সাহস পায়। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিতে চাই। এই মিছিলে যারা আওয়ামী লীগের দোসর ছিল, বিগত ১৭ বছর যারা আওয়ামী লীগের চামচামি করে ক্ষমতায় ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, আমরা কোন আলটিমেটাম দিচ্ছি না। আমরা চাই তাকে যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়। তা নাহলে তাকে কীভাবে আইনের আওতায় আনা যায় রংপুরের ছাত্র-জনতা সে প্রক্রিয়ায় যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জাতীয় পার্টির রাজনীতি করার আর কোনো অধিকার নেই। আওয়ামী লীগের মতো অবিলম্বে এই যাত্রা পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতে পেয়েছি রংপুরের যাত্রা পার্টির একজন নেতা যিনি রংপুরের মেয়র ছিলেন। আমরা রংপুর সিটি কর্পোরেশনে কোনো আওয়ামী লীগের দোসরকে আর বসতে দেব না। তারা যদি রংপুরকে অস্থিতিশীল করার কোনো চিন্তা ভাবনা করে রংপুরের বিপ্লবীরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে নগর ভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে তাদের কর্মী সমর্থকরা। সমাবেশ থেকে সাত দিনের আলটিমেটাম দিয়ে ঈদের পর লাগাতার আন্দোলনে রংপুরকে আঁচল করে দেয়ার হুমকি দেন সাবেক মেয়র মোস্তফা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১০

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১১

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

১২

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৩

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১৪

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১৫

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৬

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৭

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৯

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

২০
X