রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৯:৫৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জিএম কাদেরের বাসভবনে হামলা

রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা। ছবি : সংগৃহীত
রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা। ছবি : সংগৃহীত

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় জিএম কাদের বাসায় ছিলেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাত পৌনে ৯টার দিকে নগরীর সেনপাড়ায় তার বাসা ‘দ্য স্কাইভিউতে’ এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়ির জানালার গ্লাস ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

রাত পৌনে দশটার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি দল জিএম কাদেরের বাসার সামনে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা জিএম কাদেরের বাসার সামনে অবস্থান নিয়েছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আকস্মিককভাবে হামলা চালায়। হামলার সময় জাপার নেতাকর্মীরা সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে ছিলেন। এদিন বিকেলে চারদিনের সফরে রংপুরে আসেন জি এম কাদের। তার রংপুরে আসার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে বৈষম্যমবিরোধী ছাত্র আন্দোলন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে নগরীর প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গ্রান্ড হোটেল মোড়ে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তারা সেখান থেকে সেনপাড়ায় জিএম কাদেরের বাসায় গিয়ে হামলা চালান। পরে তারা মিছিল নিয়ে টাউন হলের দিকে যান।

ঘটনার সময় উপস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম বলেন, তারা আকস্মিকভাবে একটি মিছিল নিয়ে এসে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ করে। তাদের ছোড়া ইটের আঘাতে আমি আহত হয়েছি।

এ হামলার প্রতিবাদ জানিয়ে জাপার কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কালবেলাকে বলেন, দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। এখন আমাদের নিরাপত্তার জন্য যা করা দরকার সে ব্যবস্থা হচ্ছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। পোস্টে তিনি লেখেন, জাতীয় পার্টি সাধারণ ছাত্র জনতার ওপর হামলা চালিয়েছে। রংপুরের জনগণ এবং সকল রাজনৈতিক দলকে আহব্বান জানাচ্ছি টাউনহলে আসুন।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্ম শান্তিপূর্ণ রাজনীতি প্রত্যাশা করে : ইশরাক

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

১০

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

১১

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১২

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১৩

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১৪

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১৫

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৭

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৮

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

২০
X