রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কারও দোসর ছিলাম না, ফ্যাসিবাদের শিকার হয়েছি : জিএম কাদের

রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন জিএম কাদের। ছবি : কালবেলা
রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন জিএম কাদের। ছবি : কালবেলা

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা কারও দোসর ছিলাম না, আমরা নিজস্ব রাজনীতি করেছি। কিছু কিছু সময়ে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করা হয়েছে। যেটা ফ্যাসিবাদ বলা হয়, সেই ফ্যাসিবাদের শিকার সবাই যেমন হয়েছে আমরাও হয়েছি।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তার বাসভবন ‘দ্য স্কাই ভিউতে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এসময় জিএম কাদের বলেন, যারা আমাদের দোসর বলছেন তারা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশের রাজনীতিতে আমাদের দোসর খুব শত্রুরাও খুব সহজে বলতে পারবেন না, কথার কথা বলতে পারেন। কোনোভাবেই আমরা দোসর নই। যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, তার সবচেয়ে বেশি প্রতিবাদ করেছি এবং অন্য যেকোনো দলের চেয়ে বেশি সোচ্চার ছিলাম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে তরুণ নেতৃত্ব যাদের তিনি তার অভিভাবক এবং নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছেন। এই বিভক্তি দিনকে দিন আরও শক্তিশালী হচ্ছে এবং একজন আরেকজনের ওপরে সংঘাতপূর্ণ একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামনের দিকে বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছি।

প্রধান উপদেষ্টা জাপাকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে তিনি আমাদেরকে বাদ দিয়ে গেছেন, মানে হিসেবে আমরা নাই। তার হিসেবে রাজনীতি করার অধিকার আমাদের নাই। আইনগতভাবে এখনো আমরা নিবন্ধনভুক্ত একটি দল। কোনো ধরনের ঘাটতি না থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না। তারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের লোকজনদের ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে। পৃথকীকরণ নীতি গ্রহণ করে বর্তমান সরকার রাজনীতিতে কোণঠাসা করার জন্য দেশের একটি বৃহৎ অংশকে সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে।

এনসিপিকে সরকারি দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা নির্বাচনে নিজস্ব একটি দল তৈরি করেছেন এবং সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায়। এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পায়নি। আমি মনে করি, তারা আইনসিদ্ধভাবে রাজনৈতিক দলের স্বীকৃতি পায় না। কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। নিজস্ব দল করে তৈরি করে সেই দলের মাধ্যমে এবং একই সঙ্গে নির্বাচন হলে সেই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড কখনোই সম্ভব না। একটা উপযুক্ত নির্বাচন দেওয়ার দরকার কিন্তু এই সরকার তা পারবেন না। তাদের উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা এবং ইচ্ছা কোনোটাই নেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সীমান্তে পুশ ইনের ঘটনায় এটা স্পষ্ট যে, এই সরকার দুর্বল এবং ব্যর্থ। এটা সরকারের কাজ, এক্ষেত্রে আমরা তো কিছু করতে পারি না।

এসময় দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে চার দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে রংপুরে যান তিনি। দলীয় ও ব্যক্তিগত কাজ শেষে আগামী রোববার ঢাকায় ফিরবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র পরিচালনা করবেন অরিজিৎ সিং 

নির্বাচনের বাইরে অন্য কোনো পথ গ্রহণযোগ্য নয় : মঈন খান

সারা দেশে আ.লীগ নিশ্চিহ্নের অভিযান চালাতে হবে : আবু হানিফ

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

‘কেউ ঘর থেকে বের হবেন না’, গোপালগঞ্জবাসীকে আসিফ মাহমুদ

ভারতীয় নার্সকে ক্ষমা করবে না ইয়েমেনের ভুক্তভোগী পরিবার

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ : ইনকিলাব মঞ্চ

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা, বড় যুদ্ধের শঙ্কা

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

১০

গোপালগঞ্জে সংঘর্ষে ৩ জন নিহত

১১

ছাত্রদের সামনে দাঁড়াতে পারি না, লজ্জা লাগে : ফয়েজ তৈয়্যব 

১২

গোপালগঞ্জের ঘটনায় ক্ষুব্ধ হান্নান মাসউদের হুঁশিয়ারি

১৩

গোপালগঞ্জে কারফিউ জারি

১৪

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লেথাল ওয়েপন ব্যবহার হচ্ছে না : আইজিপি

১৫

র‌্যাঙ্কিংয়ে রিশাদের বড় লাফ

১৬

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

১৭

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

১৮

বাংলাদেশ ব্যাংকে আবু সাঈদ দেয়াল কর্মসূচি পালন 

১৯

গোপালগঞ্জের ঘটনায় বরিশালের দুই স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২০
X