ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুকুরে গোসল করেতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ জুন) দুপুরে উপজেলার আছিম পুরাঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই এলাকার শরীফ তরফদারের ছেলে মিরাজ হাসান তরফদার (৭) ও প্রতিবেশী আব্দুল লতিফের মেয়ে ইসরাত জাহান লিজা (৬)।
পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশেই হাফেজ আলী মন্ডলের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে আাছিম বাজারস্থ ডা. কামরুজ্জামানের চেম্বারে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার থানায় অপমৃত্যু দায়ের করেছেন।
মন্তব্য করুন