কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চাকেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধনীতে অতিথিদের সঙ্গে অংগ্রহণকারীরা। ছবি : কালবেলা
কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধনীতে অতিথিদের সঙ্গে অংগ্রহণকারীরা। ছবি : কালবেলা

কুড়িগ্রামে নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার (১লা জুন) দুপুরে কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চর্চাকেন্দ্রে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন উপলক্ষে নজরুল ও ভাওয়াইয়া চর্চাকেন্দ্রে নজরুলের গান, কবিতা, জীবনী এবং উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান চর্চার বিশদ সংগ্রহশালা তৈরি করে কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নতুন প্রজন্মের মাঝে নজরুলের গান, কবিতা, আদর্শ ও নৈতিকতা ছড়িয়ে দিতে স্কুল কর্তৃপক্ষ এই চর্চার কেন্দ্রের আয়োজন করে। ছাড়াও উত্তরের আঞ্চলিক ভাষায় ভাওইয়া গানের সংগ্রহ ও চর্চার কেন্দ্র তৈরি করে আগামী প্রজন্মের জন্য।

এই স্কুলের শিক্ষার্থী মুরসালাত খান রাদ বলেন, আমি মনে করি প্রতিটি স্কুলে এ রকম চর্চাকেন্দ্র হওয়া উচিত। যাতে করে আমাদের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হয়।

অভিভাবক মাসুম বিল্লাহ্ বলেন, নজরুল ও ভাওয়াইয়া গানের এই চর্চাকেন্দ্র আসলে খুবই প্রয়োজন ছিল। আমাদের প্রজন্মের জন্য এই চর্চাকেন্দ্রে বড় একটি সুযোগ তৈরি হলো। আমি আশা করি, এই চর্চাকেন্দ্রের মাধ্যমে আগামী প্রজন্ম একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে।

২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় -এর প্রধান শিক্ষক রোখশানা বেগম বলেন, আমাদের এই নজরুল ও ভাওয়াইয়া চর্চাকেন্দ্র আমরা আজ উদ্বোধন করলাম। এর পেছনে আমাদের জেলা প্রশাসকের বড় একটি ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সামাজিক নীতি নৈতিকতার বেশি বেশি চর্চা করা উচিত। এক্ষেত্রে আমাদের জাতীয় কবি নজরুল অন্যতম। কাজী নজরুল ইসলাম সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তিনি তার রচনা ও গানে সব সময় সাম্যের কথা বলতেন। তিনি নারীদেরও যোগ্য সম্মান দিয়েছেন। পাশাপাশি ভাওয়াইয়া গানের ধাম নদ-নদীময় আমাদের কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলা ভাওয়াইয়া গানে সমৃদ্ধ। ভাওয়াইয়া গান ভালোবাসার কথা বলে। মানুষের মিলনের কথা বলে। মানুষে-মানুষে বন্ধুত্বের কথা বলে। এই ধারাবাহিকতায় আমাদের এই চর্চাকেন্দ্রের উদ্বোধন হলো।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সাহিত্যের মাধ্যমে আমাদের যারা অনুপ্রাণিত করে, আমাদের কচি কচি সোনামনিরা তাদের যেন জানতে পারে। সবসময় যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারে, সত্যের পথে চলতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটি স্কুলে যেন এরকম একটি চর্চা কেন্দ্র তৈরি হয়। এটা হতে পারে নজরুল চর্চা কেন্দ্র, ভাওয়াইয়া চর্চা কেন্দ্র বা অন্য যেকোনো চর্চা কেন্দ্র। তারা যাকে অনুসরণ করতে পারে। তারই ধারাবাহিকতায় আজকে এই চর্চা কেন্দ্রের উদ্বোধন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, প্রাক্তন মেয়র আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম এ ওয়াজেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন তক্ষকসহ পাচারকারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

ঢাকার সিনেমায় শয্যাদৃশ্য নিয়ে তুমুল বিতর্কে পড়েছিলেন বলিউড অভিনেত্রী

অ্যাজমার কারণ ও লক্ষণ, কীভাবে ভালো থাকবেন

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

বেতন-ভাতা প্রণয়নে পে কমিশনের নতুন পদক্ষেপ

মিস্টার টেস্ট ক্রিকেট অব বাংলাদেশ!

তত্ত্বাবধায়ক সরকারের রায়ে যা বললেন আইন উপদেষ্টা

সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

মামদানির সঙ্গে শুক্রবার বসবেন ট্রাম্প

১০

শীত এলেই কি চুল পড়ে বা ভেঙে যায়, বিশেষজ্ঞ জানালেন যত্নের উপায়

১১

নভেম্বরেই কি দেশে শৈত্যপ্রবাহ আসছে?

১২

চাঁদাবাজদের রুখতে হলে প্রস্তুতি নিতে হবে : ইঞ্জিনিয়ার ইকবাল

১৩

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

১৪

ট্রাম্পের জলবায়ু নীতিতে বাড়তে পারে ১৩ লাখ মৃত্যু

১৫

গয়না খুলে কয়েদির পোশাকে মাধুরী!

১৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৭

হিমেল বাতাসে ১৩ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৮

নিরাপদ থাকতে ব্রাউজারে যা ব্যবহার করবেন

১৯

তোপের মুখে রাম চরণের স্ত্রী

২০
X