গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গৌরনদী-খুলনা রুটে পরিবহন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বরিশাল কেন্দ্রীয় বাস টারমিনাল। ছবি : সংগৃহীত
বরিশাল কেন্দ্রীয় বাস টারমিনাল। ছবি : সংগৃহীত

বরিশাল-গৌরনদী-ভায়া খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মালিক সমিতির বিরুদ্ধে। এতে ওই রুট দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

গৌরনদী-খুলনা রুটে চলাচলকারী পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়ক চালু হওয়ার পর থেকে রুটটি ব্যবহার করে বরিশাল, পটুয়াখালী, ভোলার যাত্রীরা কম সময়ে গোপালগঞ্জ, খুলনা ও যশোরে যাতায়াত করত। এই রুটে বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টারসহ কমপক্ষে ১২টি পরিবহনের বাস যাত্রী সেবা দিয়ে আসছিল। গত একমাস ধরে সড়কটি দিয়ে কোনো পরিবহন যেতে দেওয়া হচ্ছে না।

রাজিব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেনসহ একাধিক গাড়ির সুপারভাইজার-চালকরা অভিযোগ করে বলেন, গৌরনদী ভায়া গোপালগঞ্জ সড়ক দিয়ে খুলনা-যশোরগামী যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারত। গত এক মাস যাবত গৌরনদী ভায়া গোপালগঞ্জ সড়ক বন্ধ করে দিয়েছে বরিশাল বাস মালিক সমিতির লোকজন। যে কারণে কোনো পরিবহন এই রুট ব্যবহার করে যেতে পারছে না। ফলে টেকেরহাট হয়ে খুলনা-যশোর যেতে হচ্ছে তাদের। এতে এক দিকে যেমন যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে, অপরদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দুই ঘণ্টা সময় বেশি লাগছে।

একাধিক যাত্রীরা অভিযোগ করে বলেন, মালিক সমিতির খামখেয়ালিপনা ও হটকারী সিদ্ধান্তের কারণে যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। মালিক সমিতির দায়িত্বজ্ঞানহীন এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।

সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক অভিযোগ করে জানান, বিগত ২০০৯ সাল থেকে বরিশাল ভায়া-গৌরনদী-গোপালগঞ্জ সড়ক দিয়ে তার পরিবহনসহ একাধিক পরিবহনের বাস চলাচল করে আসছে। এতদিন কোনো সমস্যা না হলেও গত একমাস ধরে এই রুটে সব পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতির লোকেরা। এতে এক দিকে যেমন যাত্রীদের ভোগান্তি বেড়েছে, অপরদিকে সময় ও তেল অপচয় হচ্ছে। এ নিয়ে একাধিকবার মালিক সমিতির সঙ্গে দেনদরবার করেও সুরাহা পাচ্ছি না।

পরিবহন চলাচলের জন্য কোনো চাঁদা চাওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়েই রয়েছে।

এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, লোকাল যাত্রী পরিবহন করার দায়ে রুটটি বন্ধ করা হয়েছে।

রুট বন্ধের ক্ষমতা মালিক সমিতির রয়েছে কিনা জানতে চাইলে প্রতিবেদককে তিনি মালিক সমিতির অফিসে যেতে বলেন।

এ বিষয়ে বরিশাল বিআরটিএ -এর বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান কালবেলাকে বলেন, রুট বন্ধ করার ক্ষমতা বাস মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

হোন্ডা ফুটসাল লিগ উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া

গাজার আন্তর্জাতিক বাহিনীতে আরেক মুসলিম দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়ায় সিত্রা পারিওয়ারা ফেস্টিভালের ডাক পেলেন বাংলাদেশের আকরম

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

এনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, লড়বেন যে আসন থেকে

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

ডাকসু নেত্রী রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ

সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকীতে মহিলা পরিষদের শ্রদ্ধা

১০

একদিনে ‘সুখবর’ পেলেন বিএনপির আরও ১ নেতা

১১

টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস ২০২৬-এর জন্য মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে

১২

নামিদামি মিষ্টির দোকানে ম্যাজিস্ট্রেটের হানা, অতঃপর...

১৩

মোহনলালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন দক্ষিণী অভিনেত্রী

১৪

টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক

১৫

গ্রি গ্লোবাল বাংলাদেশ পার্টনার’স মিট-২০২৬ সম্পন্ন

১৬

বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন, সেলিমুজ্জামানের শোক

১৭

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

১৮

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেন খালেদা জিয়া

১৯

পাকা চুল কি সত্যিই ক্যানসার থেকে বাঁচায়? যা বলছে গবেষণা

২০
X