লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৩০০ টাকার ভাড়া ৭০০, অতঃপর...

ইউএনওর নির্দেশে নির্ধারিত ভাড়ার চেয়ে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে বাস কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
ইউএনওর নির্দেশে নির্ধারিত ভাড়ার চেয়ে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে বাস কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট বাস টার্মিনালে ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে বাস পরিবহন কর্তৃপক্ষ। শুক্রবার (৬ জুন) দুপুরে মজুচৌধুরীরহাট বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় প্রশাসন।

পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার নির্দেশে নির্ধারিত ভাড়ার চেয়ে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। সানিয়া ক্লাসিক ও সোহাগ পরিবহনের কয়েকজন যাত্রীকে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেয় সংশ্লিষ্ট বাসের সুপারভাইজাররা। প্রশাসনের এ অভিযানের প্রশংসা করেছেন যাত্রীরা।

অভিযানে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু ও বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ে মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, র‌্যাব ও বিআরটিএ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

চট্টগ্রাম থেকে আসা রাকিব, সোহেল, আয়েশা, আব্দুল কাদেরসহ কয়েকজন যাত্রী জানান, ভোলা আমাদের বাড়ি। চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে মজুচৌধুরীহাট এসেছি। সানিয়া ক্লাসিক ও সোহাগ পরিবহনের যাত্রী তারা। সাড়ে ৩০০ টাকার ভাড়া আমাদের কাছ থেকে ৭০০ টাকা পর্যন্ত নিয়েছে। সানিয়া ক্লাসিকের টিকিট দিয়ে সোহাগ পরিবহনে যাত্রী উঠিয়েছে। আবার সোহাগ পরিবহনের টিকেট দিয়ে সানিয়া ক্লাসিকে যাত্রী উঠিয়েছে। নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নিয়ে আসছে বাস কর্তৃপক্ষ। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই আমাদের আসতে হয়। প্রশাসনের অভিযান দেখে আমরা অতিরিক্ত টাকাগুলো ফেরত পেয়েছি।

বি শ্যামলীর মজুচৌধুরীরহাট কাউন্টারের ব্যবস্থাপক বলেন, আগে আওয়ামী লীগের লোকজন প্রতি বাস থেকে ২০০ টাকা করে চাঁদা নিতো। এখন মালিক সমিতির নামে মোশাররফ ও আফসার মিয়া টাকাগুলো নেয়। ঘটনাটি আমরা উপজেলা প্রশাসন ও র‌্যাবকে জানিয়েছি। তারা বলেছে আর চাঁদা না দিতে।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছিল। এর ভিত্তিতে উপজেলা প্রশাসনসহ আমরা অভিযান চালিয়েছি। অতিরিক্ত ভাড়া নেওয়া কয়েকটি গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভাড়া বিষয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, চট্টগ্রাম থেকে মজুচৌধুরীর হাটে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। সানিয়া নামে একটি পরিবহনের চট্টগ্রামের কাউন্টার কর্তৃপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এখানকার কাউন্টার না হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া যায়নি। তবে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত নিয়ে দেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে ও নির্ভেজালে বাড়ি পৌঁছাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে মেঘনা নদী হয়ে ভোলা-বরিশাল নৌ-রুট দেশের ২১টি জেলার সহজ যোগাযোগ মাধ্যম। ঈদসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমা চাপকে ‘সরাসরি লড়াই’ বললেন ইরানের প্রেসিডেন্ট

শিশুরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

১০

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

১১

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

১২

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

১৩

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১৪

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

১৫

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১৬

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১৭

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১৮

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৯

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

২০
X