বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা শিবু রায়কে (৩৫) প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে আহত করার পাঁচ দিন পরে মামলা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) রাতে তার স্ত্রী ছবি রানী বাদী হয়ে ছয়জনকে এজাহার নামীয় আসামি করে থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
হোগলাপাশা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শিবু রায়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। প্রকাশ্য দিবালোকে বাজারে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট শনিবার সকাল ১০টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের সামনে একটি দোকানে বসা থাকা অবস্থায় শিবু রায়ের ওপর হামলা করে তার হাত-পা ভেঙে ফেলে দুবৃর্ত্তরা। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিবু রায়ের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিরা কেউ এলাকায় নেই। তবে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য করুন