আগামী ৬ জুলাই বধূর সাজে সেজে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রিমঝিমের। কিন্তু বিয়ের পিঁড়িতে আর বসা হলো না তার। বিয়ের বাজার করতে চট্টগ্রামে বোনের কাছে যাওয়ার পথে সড়কেই নিভে গেল রিমঝিম বড়ুয়ার জীবন।
সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে কক্সবাজারের রামুর রশিদ নগর এলাকায় বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৭ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে, আর কাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। নিহতের পরিবার বলছে, চট্টগ্রামে রিমঝিমের ছোটবোন পড়ালেখা করেন। সে সুবাদে রিমঝিমের কথা ছিল চট্টগ্রামে বিয়ের বাজার করার। তাই চট্টগ্রাম যাচ্ছিলেন রোহিঙ্গা শিবিরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত রিমঝিম বড়ুয়া।
রিমঝিম বড়ুয়ার মামাতো ভাই সাবেক ইউপি সদস্য রিটন বড়ুয়া বলেন, আমার মামাতো বোন রিমঝিমের বিয়ে আগামী ৬ জুলাই নির্ধারণ করা ছিল৷ তাই বিয়ের বাজার করতে চট্টগ্রামে যাচ্ছিলো সে। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।
রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দীন জানান, সোমবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম অভিমুখী বাস ও কক্সবাজার অভিমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিমঝিম বড়ুয়াসহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন