তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আকস্মিক বন্যায় চলনবিলে ভাসছে কৃষকের স্বপ্ন

আকস্মিক বন্যায় সিরাজগঞ্জের তাড়াশে নিচু জমিতে বোরো ধান ডুবছে। ছবি : কালবেলা
আকস্মিক বন্যায় সিরাজগঞ্জের তাড়াশে নিচু জমিতে বোরো ধান ডুবছে। ছবি : কালবেলা

রবিশস্য আবাদ সরিষা তুলে সিরাজগঞ্জের তাড়াশের মাগুড়াবিনোদ এলাকার কৃষক মো. আজগার আলী সাত বিঘা জমিতে ব্রি-২৯ জাতের বোরো ধানের আবাদ করে ছিলেন। ঈদের পরপরই সে ধান কাটার কথা ছিল। কিন্তু মাত্র কয়েক দিনের ভারি বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তার জমির ধান ডুবে যাচ্ছে। এতে করে ওই কৃষকের পরিবারের বার্ষিক খোরাকির ধানও জুটবে না এমনি ভাষ্য তার।

এদিকে কোমর সমান পানিতে উচ্চমূল্যের পারিশ্রমিক দিয়ে কৃষি শ্রমিকরা কিছু ধান কেটে পলিথিনের নৌকা বানিয়ে নিকটবর্তী পাকা সড়কে ধান তুললেও অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছে। আবার এ অঞ্চলের অনেকে শ্রমিক না পেয়ে ডুবে যাওয়া জমির এক মুঠো বোরো ধান কাটতেও পারছেন না। তবে আগাম জাতের বোরো ধান আবাদ করা কৃষকেরা আকস্মিক বন্যার ১২ থেকে ১৫ দিন পূর্বেই ধান কাটা শেষ করেছেন। এখন ডুবে যাওয়া ধান নিয়ে যত ভোগান্তি নাবি বোরো আবাদি কৃষকদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকদিনের আকস্মিক বন্যায় চলনবিলের খাদ্যশস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া এলাকার নিচু জমিতে বোরো ধান ডুবছে। সারিয়ার আবাদের পর বোরো আবাদ করা প্রত্যন্ত বিলের কৃষকদের হাজার হাজার বিঘা জমির পাকা ও আধা পাকা বোরো ধান কোথাও তলিয়ে গেছে বা কোথাও হাবুডুবু খাচ্ছে। মিলছে না প্রয়োজনীয় ধান কাটার কৃষি শ্রমিক। আবার কোমর সমান বোরো ধানের জমিতে ধান কাটতে ধান কাটা যন্ত্র হারভেস্টারও কাজ করছে না, যা নিয়ে পশ্চিম চলনবিল অঞ্চলের নাবি জাতের ধানের আবাদ করা কৃষকেরা মুখের ভাত নষ্ট হওয়ায় তাদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

তাড়াশের ঘরগ্রাম এলাকার ভুক্তভোগী কৃষক মো. ইসমাইল হোসেন জানান, তাড়াশ উপজেলার সদর, সগুনা, মাগুড়াবিনোদ ও নওগাঁ ইউনিয়ন এলাকার কমপক্ষে ২৫ থেকে ৩০টি গ্রামের পাকা বোরো ধানের জমিতে এখন হাঁটু বা কোমর সমান পানি আছে। যাদের ঈদ নেই। বরং তারা জমির ধান কাটতে কৃষি শ্রমিক, হারভেস্টারের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন।

সগুনা এলাকার কৃষক আবু হাশিম বলেন, চলনবিলের ৮টি উপজেলা এলাকায় আবাদ করা সব কৃষকের একই অবস্থা। কেননা, ধান পাকতে দেরি হওয়াও এ বছর জ্যেষ্ঠ মাসেই আকস্মিক বন্যায় কৃষকরা কষ্টার্জিত বোরো ধান ঘরে তুলতে পারছেন না।

উপজেলার কুন্দইল এলাকার কৃষক মো. আয়নাল মন্ডল বলেন, বর্তমানে পানিতে জমির ধানের শিষ জেগে আছে এমন জমির ধান কাটতে বিঘায় ৯৫০০ থেকে ১০ হাজার, হারভেস্টারে বিঘা প্রতি ৪৫০০ থেকে ৫৫০০ এবং দিন হাজিরা প্রতি শ্রমিক ১১০০ থেকে ১২০০ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। পাশাপাশি চলমান এ দুর্যোগের মুহূর্তে যে পরিমাণ কৃষিশ্রমিক বা হারভেস্টার প্রয়োজন তা মিলছে না।

তিনি আরও জানান, পাকা বোরো ধান চোখের সামনে ডুবতে দেখে চলনবিলের ৮টি উপজেলা এলাকার ১৫ থেকে ২০টি ইউনিয়ন এলাকার শত শত কৃষকের দিশেহারা হয়ে পড়েছেন। কারণ, সোমবার বিকাল পর্যন্ত বন্যার পানি বৃদ্ধি অব্যবহৃত থাকায় সোনালি স্বপ্ন পাকা বোরো ধান রক্ষা করতে না পেরে কৃষকরা অনেকেই কাঁদছেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, প্রকৃতির ওপর কারো হাত নেই। তারপরও যতটুকু পারা যায় জমির পাকা ধান ঘরে তোলার জন্য কৃষকদের চেষ্টা চালিয়ে যাবার পরামর্শ দেন এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

এশিয়া কাপের আগে জার্সি স্পনসর হারানোর শঙ্কায় ভারত দল

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

১০

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

১১

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

১২

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

১৩

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

১৪

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

১৫

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

১৬

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

১৭

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১৮

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

১৯

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

২০
X