বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:৩৮ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘাটাইলে শিশু ধর্ষণের অভিযোগ, মামলা করায় হুমকি

ঘাটাইল থানা। ছবি : সংগৃহীত
ঘাটাইল থানা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে এগারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। থানায় এ বিষয়ে মেয়েটির বাবা লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, গত ৩ জুন বিকেলে ১১ বছরের শিশুটিকে বাড়িতে একা পেয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে স্থানীয় প্রতিবেশী যুবক সাইফুল। সেদিন শিশুটির দাদি বাড়িতে এসে দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে ধাক্কা দিয়ে দরজা খুলে তিনি ঘরের ভেতরে সাইফুলকে আপত্তিজনক অবস্থায় দেখতে পান। তখন দৌড়ে পালিয়ে যায় সাইফুল। সে সময় এ বিষয়ে দাদিকে জানায় শিশুটি।

শিশুটির পরিবার জানায়, ধর্ষণের শিকার মেয়েটি এখন আতঙ্কগ্রস্ত হয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। অন্যান্য শিশুর সঙ্গে যে একটু খেলাধুলা করতে যাবে, সেটাও এখন আর সম্ভব হচ্ছে না। এমনকি ঘরের বাইরে বের হতেও সাহস পাচ্ছে না মেয়েটি। এমন একটা সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে নিয়ে মহাবিপাকে পড়েছেন তার বাবা কামাল হোসেন।

এদিকে অভিযোগ তুলে নিতে শিশুটির বাবা কামাল হোসেনকে হুমকি-ধমকি দিচ্ছেন আসামি সাইফুলের পরিবারের সদস্যরা। তারা নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন তাকে। মামলা প্রত্যাহার না করলে সাইফুলের আত্মীয়রা তার হাত-পা ভেঙে দেবে বলেও প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। ভীত হয়ে থানায় আবারও জিডি করেছেন বলে কালবেলাকে জানান কামাল হোসেন।

তিনি বলেন, মেয়েকে ছোট রেখে স্ত্রী অন্যত্র চলে গেলে দাদির কাছেই বড় হচ্ছে সে। ঘটনার দিন তিনি অটোরিকশা চালাতে বাড়ির বাইরে ছিলেন। মেয়ের দাদিও বাড়িতে ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী সাইফুল ঘরে ঢুকে ওড়না দিয়ে হাত-পা বেঁধে আমার শিশু মেয়েকে ধর্ষণ করে। অবুঝ মেয়েটিকে নিয়ে সামাজিক বিড়ম্বনাসহ নানান প্রতিবন্ধকতা তিনি কীভাবে পাড়ি দেবেন সে চিন্তায় তিনি অস্থির। ঘটনার পর থানায় মামলা করলেও আসামি এখনো গ্রেপ্তার হয়নি।

আসামি ধরতে প্রথমে আগ্রহ থাকলেও এখন অনাগ্রহ দেখা যাচ্ছে জানিয়ে কামাল হোসেন আরও বলেন, সাইফুলের বাবা আবুল হোসেন প্রবাসী এবং অনেক টাকাপয়সার মালিক। মামলা করায় সাইফুলের চাচা জয়নাল আবেদিন, আব্দুল কদ্দুস ও মফিজ উদ্দিন তাকে হুমকি দিচ্ছেন। তাড়াতাড়ি আপস-মীমাংসা না করলে তার হাত-পা ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে তদন্ত কর্মকর্তাকে কয়েক দফা জানানো হয়েছে বলেও জানান তিনি।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আতাউর রহমান বলেন, ধর্ষণ মামলায় বাদী কামাল হোসেনকে আসামি সাইফুল ইসলামের পরিবার সদস্যদের কর্তৃক হুমকি-ধমকি দেওয়ার বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল মতিন বলেন, আসামি ধরতে একাধিক অভিযান চালানো হয়েছে এবং তাকে আটকের সব ধরনের চেষ্টা চলমান রয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ বলেন, ঘটনার তিন দিন পরে শিশুটির বাবা থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরই মধ্যে আসামি বাড়ি থেকে পালিয়ে গেলেও তাকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

বিএনপি ক্ষমতায় গেলে নদীগুলোর নাব্যতা পুনরুদ্ধারে উদ্যোগ নেবে : বাচ্চু

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

দাঁড়িয়ে থাকা বাসে আগুন

অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা দয়াল

একজন উপদেষ্টা ধানমন্ডিতে ভোটার হতে মিথ্যার আশ্রয় নিয়েছেন : ব্যারিস্টার অসীম

‘গণভোটের চেয়ে আলুচাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন’

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড মিরপুর শাখার উদ্বোধন

১০

ধানের শীষে ভোট দিলে জনগণ নিরাপদে থাকবে : মাসুদুজ্জামান

১১

বৃহস্পতিবার রাজধানীর ১৪ স্পটে অবস্থান নেবে শিবির

১২

দুই ইউপি সদস্যসহ আ.লীগের ৫ নেতা গ্রে’প্তা’র

১৩

কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি

১৪

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

১৫

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

১৭

অস্তিত্ব সংকটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট

১৮

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

১৯

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

২০
X