কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা এখন বিএনপির বড় পদে

আব্দুল মান্নান মিয়া। ছবি : সংগৃহীত
আব্দুল মান্নান মিয়া। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মিয়া এখন একই ওয়ার্ডের বিএনপির সভাপতি। কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে এমন ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ জুন) বড়কান্দা ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্ড বিএনপির আয়োজিত এক সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির উপস্থিতিতে তাকে এই পদে মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, উপদেষ্টা আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মমিন মেম্বারসহ স্থানীয় নেতারা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বিএনপি নেতাকর্মী বলেন, আমরা যারা মাঠে থেকে হামলা-মামলা সহ্য করেছি, তাদের বাদ দিয়ে অতীতে আওয়ামী লীগে থাকা একজন ব্যক্তিকে শীর্ষ পদে দায়িত্ব দেওয়া আমাদের জন্য লজ্জাজনক। এটা দলের ত্যাগীদের প্রতি অবিচার। যাদের দ্বারা একসময় আমরা নিপীড়নের শিকার হয়েছিলাম, তারাই এখন আমাদের সংগঠনের নেতা। এতে শুধু আত্মসম্মানই ক্ষুণ্ন হচ্ছে না, সাধারণ মানুষের কাছেও দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

তাদের অভিযোগ, বিএনপিতে এমন অনেক ত্যাগী ও পরীক্ষিত নেতা রয়েছেন, যারা প্রকৃত অর্থেই নেতৃত্বের যোগ্য। কিন্তু বারবার বিতর্কিত ও দলবদলকারী ব্যক্তিদের শীর্ষ পদে বসানোয় মাঠপর্যায়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার বলেন, ওই দিন সভায় আমি উপস্থিত ছিলাম। আমরা তো বুঝতে পারিনি আওয়ামী লীগের আবদুল মান্নানকে সভাপতি করার প্রস্তাব করা হয়েছে। পরে আমরা শোনার পর ইউনিয়ন কমিটিকে বলেছি কমিটি বাতিল করার জন্য।

তিনি আরও বলেন, এই কমিটি করার জন্য যে প্রস্তাব করেছে বা সুপারিশ করেছে তাকেও সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের লোক দিয়ে কোনো কমিটি করা যাবে না।

এ বিষয়ে জানতে ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়াকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও সেটি রিসিভ হয়নি।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি বলেন, আমরা ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করেছিলাম। তখন কেউ বলেনি যে ওই লোক আওয়ামী লীগ করে। আরও তিনজন প্রার্থী হয়েছিল। তাদের আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পদ দেওয়া হয়নি। ইউনিয়ন বিএনপি নেতাদের বলেছি কমিটি বাতিল করার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

হৃদয়ের একার লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়

সিমিউই-৬ সাবমেরিন কেবল প্রকল্পে নতুন পিডি জাকিরুল আলম 

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

ভোটকেন্দ্র বাতিলের দাবিতে সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

ভূমিকম্পে জনমনের আতঙ্ক নিরসন ও মঙ্গল কামনায় প্রার্থনা সভা

সরাসরি চুক্তিতে সিলেট যোগ দিলেন তারকা পেসার

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

১০

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

১১

শীতের শুরুতেই নিওরের স্কিনকেয়ার পণ্যের উচ্চ চাহিদা

১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

১৪

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার পেল রাজউক

১৫

৭ ভূমিকম্পে কাঁপছে দেশ, কী চলছে মাটির নিচে

১৬

রামেকে দেশের প্রথম সাপে কাটা ওয়ার্ড চালু, এক মাসে মৃত্যু শূন্য

১৭

নারী উদ্যোক্তা তনিকে মানহানি, গ্রেপ্তার আকাশ কারাগারে 

১৮

ভূমিকম্পের বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

১৯

নিজের নির্বাচনী আসন ও দল নিয়ে যা জানালেন আসিফ মাহমুদ

২০
X