চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ঢাবি আমার সনদ বাতিল করেছে অথচ আমি কোনো পরীক্ষাই দেইনি’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাংশের বর্ধিত সভায় বক্ত্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাংশের বর্ধিত সভায় বক্ত্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট আমার বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সব ডিগ্রি বাতিল করে দিয়েছে। ঘটনা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষাই দেইনি। কোনো ডিগ্রিই নেইনি। এটা কর্তৃপক্ষ জানেই না।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একাংশের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হকের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা এএসএম শামসুজ্জামান হীরা, মজহারুল হক শাহ্ চৌধুরী, সাবেক জিএস আজিম উদ্দীন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।

এ সময় মান্না বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (চাকসু) জিএস ছিলাম। গত ১৫ বছরে আমি অনেক চেয়েছি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি। চাকসু অফিসে আমার নাম আছে কিনা আমি জানি না। আমি ঢাকসুর দুইবারের ভিপি ছিলাম। ঢাকসুর অনার বোর্ড থেকে আমার নাম বাটাল দিয়ে উঠিয়ে ফেলা হয়েছে। এজন্য আমার মনে কোনো দুঃখ নেই। বলে না- পাথরে লেখো নাম মুছে যাবে, কিন্তু মনে যে নাম লেখা হয়, তা মোছা যায় না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, আমরা যখন সমাবর্তনে গেলাম, সেখানে যে আমরা ভিপি, জিএস আছি, সমাবর্তন মঞ্চ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারও নামই বলল না। আমরা অস্পৃশ্য নাকি? নাম মুখে নিলে মুখ নাপাক হয়ে যায়। অদ্ভুত লাগলো। এ ধরনের ছোটলোকি জীবনে মেলা দেখেছি। এই ছোটলোকি আমাকে স্পর্শ করে না।

মান্না আরও বলেন, কারও সঙ্গে অভিনয় করে ধাপ্পা দিয়ে আমি কাজ করতে চাই না। যা দেখছেন তা-ই। কেউ পছন্দ করলে করুক, না করলে নাই। আজকে যদি অপছন্দ করে, সাত দিন পর বলবে লোকটা ভালো ছিল। ও সত্য কথা বলে। আমি এটার প্রমাণ পেয়েছি। সে ধরনের বিশ্বাস-ভালোবাসা পাই, এজন্য টিকে আছি। না হলে আমার ওপর যা হয়েছিল, আমি তো জীবিত থাকারই কথা না। আমাকে ক্রসফায়ারে দেওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

দুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ঢাকার ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা দিবে পুলিশ : ডিএমপি

যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার

১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

আফগানদের বিপক্ষে চমক রেখে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

এশিয়া কাপের ফাইনাল, মোবাইলে যেভাবে দেখবেন

অভিবাসন কেন্দ্র রক্ষায় পূূর্ণ শক্তি প্রয়োগের তাগিদ ট্রাম্পের

দুই মাস ধরে পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি : তথ্য উপদেষ্টা

মাঝে মাঝেই ঝাপসা দেখছেন? চোখ ক্যানসারের লক্ষণ কি না জেনে নিন

১০

হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ককটেল, আতঙ্ক

১১

ষষ্ঠীপূজা সম্পন্ন / মন্দিরে মন্দিরে দেবী ত্রিনয়নী

১২

হাসিনের সুর ও সংগীতে কনার ‘নীরবে’

১৩

লালমনিরহাট বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

১৪

দুর্গাপূজার ছুটি ৪ দিন, এ বছর আর ছুটি বাকি কয়দিন

১৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫

১৬

পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

১৭

এমপিও নিয়ে মাউশির নতুন নির্দেশনা

১৮

পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

১৯

ভিয়েতনাম / টাইফুন আতঙ্কে আড়াই লাখের বেশি মানুষকে সরানো হচ্ছে

২০
X