শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো ও মুরাদনগর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফজর আলীর ছোট ভাইকে খুঁজছে পুলিশ 

অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই শাহ পরাণ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই শাহ পরাণ। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই ঘটনার মূল পরিকল্পনাকারী শাহ পরাণকে (২২) খুঁজছে পুলিশ। ঘটনার দিন রাতে ফজর আলী ভুক্তভোগী ওই নারীর ঘরে ঢোকার পরপরই মোবাইলে সবাইকে ওই ঘরে ঢুকে ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা দেন তিনি। ভুক্তভোগী পরিবারকে নিয়ে এই দুই ভাইয়ের দ্বন্দ্ব বেশ আগেই প্রকাশ্যে আসে, যা নিয়ে সালিশও হয়েছে।

এদিকে ঘটনায় ৫ দিন চলে গেলেও পাশবিকতার শিকার কুমিল্লার মুরাদনগরের সেই ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়নি। এতদিনেও ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা না হওয়ায় আলামত নষ্টের অভিযোগ উঠেছে।

ব্লাস্ট কুমিল্লার অ্যাডভোকেট শামীমা জাহান কালবেলাকে বলেন, পুলিশ তাকে বুঝিয়ে আলামত শরীরে থাকতেই ডাক্তারি পরীক্ষা করিয়ে নিতে পারত। এখন তো আলামত নষ্ট হয়ে গেছে। মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমীন সুলতানা জানান, আইনেই বলা আছে ভিকটিম নারী যদি ডাক্তারি পরীক্ষা করাতে না চান তাহলে তা করা যাবে না। জোর করে ডাক্তারি পরীক্ষা আইনের বিধানে নেই।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করাতে চেষ্টা করেছি। তবে তিনি রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। তিনি বলেছেন, তার স্বামী প্রবাস থেকে মোবাইলে ফোন করে এসবে যেতে নিষেধ করেছেন। এখন রাজি হলে করানো হবে।

তিনি জানান, ওই নারী হোমনা শ্বশুরবাড়ি চলে গেছেন। তিনি বাপের বাড়ি মুরাদনগরে বেড়াতে এসে পাশবিক নির্যাতনের শিকার হন।

এদিকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলি আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ফজর আলীর ভাবি রাবেয়া কালবেলাকে জানান, ওই পরিবারের সঙ্গে ফজর আলী ও শাহ পরান দুই ভাইয়েরই টাকা লেনদেন নিয়ে সম্পর্ক তৈরি হয়। ফজর আলীর এলাকায় প্রভাব থাকায় ওই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে তারা তাকে ডেকে নিত।

তিনি আরও জানান, ঘটনার দিন রাতে ফজর আলী আমাদের সঙ্গে কথাবার্তা বলছিল। এমন সময় রাত ১০টার পর তার কাছে মোবাইলে কল আসে। তখন সে ফোন আসছে এক জায়গায় যেতে হবে বলে চলে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ফজর আলীর সঙ্গে ওই পরিবারের সখ্য ভাই শাহ পরাণ মেনে নিতে পারেনি। এনিয়ে দুই ভাইয়ের মাঝে কথা-কাটাকাটি থেকে তুমুল ঝগড়া এবং এক পর্যায়ে শত্রুতা শুরু হয়। এছাড়া ফজরের সঙ্গে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমনের বড় ভাই আওয়ামী লীগ নেতা আবুলের দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। শাহ পরান তার ভাই ফজরের সঙ্গে শত্রুতা তৈরি হওয়ার পর আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ও তার ভাই ছাত্রলীগ নেতা সুমনের সঙ্গে হাত মেলায়। সুমন ঘটনার রাতে ওই ঘরে জোর করে অনুসারী এলাকাবাসী নিয়ে দরজা ভেঙে প্রবেশ করে। তাদের বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার ৪ দিন পর সোমবার সকালে ছড়িয়ে পড়া দ্বিতীয় ভিডিওতে এ ঘটনা আরও স্পষ্ট হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল করিম জানান, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে ফজর আলী ও তার ভাই শাহ পরাণের সঙ্গে পূর্ব থেকেই সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক থেকেই দুই ভাইয়ের মধ্যে শত্রুতা বেড়ে চরম আকার ধারণ করে। তাদের শত্রুতার এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়। এরপরেও তাদের বিষয়টি সুরাহা হয়নি।

রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন জানান, ফজর আলীর সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে প্রেম-পরকীয়ার সম্পর্ক ছিল। বৃহস্পতিবার ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমনসহ তার সঙ্গীরা তাদের হাতেনাতে আটক করে।

তিনি জানান, প্রথমে ফজর আলীকে বেধড়ক পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়া হয়। পরে ওই নারীকে বিবস্ত্র করে শাসানো ও নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। এরপর সেই ভিডিও পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ইউনিয়ন চেয়ারম্যানের মতো একই কথা বলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিমও। অবশ্য তারা ঘটনার সঙ্গে জড়িত সবার কঠিন বিচার দাবি করেন।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মাসুদ পারভেজ জানান, প্রিজনসেলে চিকিৎসাধীন ফজর আলীর হাড় ভাঙা ও জখম রয়েছে। দুটো অস্ত্রোপচার লাগবে। পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।

এদিকে দ্বিতীয় ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ পর্নোগ্রাফি আইনে রমজান, অনিক, আরিফসহ আরও বেশ কয়েকজনকে খুঁজছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান কালবেলাকে বলেন, পর্নোগ্রাফি আইনে আরও কয়েকজন চিহ্নিত হয়েছে। তারা সবাই এলাকা ছেড়েছে। পুলিশ ও ডিবির বেশ কয়টি টিম কাজ করছে। শাহ পরাণসহ সব আসামি ধরতে আমাদের তৎপরতা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১০

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১১

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১২

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৩

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

১৫

বিগ ব্যাশে স্মিথ শো

১৬

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

১৭

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

১৯

জামায়াতের সঙ্গে বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত

২০
X