রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দায়মুক্ত হয়েছে জামায়াত : এটিএম আজহার

রংপুরে জামায়াতের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন এটিএম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা
রংপুরে জামায়াতের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন এটিএম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা

সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তার রায়কে জামায়াতের দায়মুক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি গর্বের সাথে বলতে চাই- আমার রায়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায়নি, এই রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিনের অপবাদ থেকে মুক্তি পেয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জামায়াতের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা এই আইনের মাধ্যমে বিচারের নামে মানুষকে হত্যা করেছে এবং জামায়াতে ইসলামীকে অপবাদ দিয়েছে তারা মানবতাবিরোধী অপরাধ করেছে। এই রায়ের মাধ্যমে আমিও মুক্তি পেয়েছি, জামায়াতে ইসলামী মুক্তি পেয়েছে।

মানবতাবিরোধী অপরাধের নামে বিচারিক হত্যাকাণ্ডে যারা যেভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

জামায়াতের শীর্ষ নেতারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়ে এটিএম আজহার বলেন, আমি যাদের সাথে রাজনীতি করেছি আফসোস তাদের হত্যা করা হয়েছে, তারা এখানে কেউ নেই। আমাদের দলের আমির মতিউর রহমান নিজামী, পোস্ট সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ দুজন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। নির্বাহী সদস্য মীর কাসেম আলীকেও মিথ্যা মামলায় বিচারিক হত্যাকাণ্ডের স্বীকার হতে হয়েছে। যাদের ফাঁসির রায় হয়েছিল কিন্তু কার্যকর করা হয়নি তাদেরও কারাগারে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। পাঁচবারের নির্বাচিত এমপি মাওলানা আব্দুস সুবহান মানবতাবিরোধী অপরাধ করলে মানুষ তাকে ভোট দিত না, পৃথিবীর ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই।

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে জনসভা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এ জনসভা, যেখানে জনস্রোতে পরিণত হয় দলীয় সমর্থকদের উপস্থিতি। জুলাই হত্যার বিচার, রাজনৈতিক সংস্কার, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার- এই পাঁচটি দাবিকে সামনে রেখে আয়োজন করা হয় সমাবেশটির।

বিকেলে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের মধ্যেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন ধরে জমে থাকা আবেগ, উত্তাপ ও প্রত্যাশা যেন একসঙ্গে বিস্ফোরিত হয়- সেটিই দেখা যায় অংশগ্রহণকারীদের চেহারায়, কণ্ঠে ও স্লোগানে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১০

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১১

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

১৩

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

১৪

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

১৫

কারাগারে গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য আটক

১৬

মেহেদী হত্যা মামলায় কারাগারে আনিসুল-মেনন 

১৭

১৯ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

‘যারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা বোকার স্বর্গে বাস করে’

১৯

চোখ পিটপিট বেশি করে ছেলেরা নাকি মেয়েরা? 

২০
X