২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া থানার তিনটি মামলায় রিমান্ড শেষে তাকে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এপিপি গোলাম সরওয়ার কালবেলাকে বলেন, জাফর আলমকে গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচটি মামলায় ১৪ দিন এবং পরে পেকুয়া থানার তিনটি মামলায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোট ২১ দিনের রিমান্ড শেষে পুলিশ আজ জাফর আলমকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ডিবি পুলিশ ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে।
মন্তব্য করুন