হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
বুধবার (৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ করেন তিনি।
এ সময় হেফাজতের কেন্দ্রীয় নেতা আবু মাকনূন মোহাম্মদ আজিজী, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা নিজাম উদ্দিন, হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা রফিকুল ইসলাম, তারেকুল ইসলাম, মাওলানা হেলাল, মো. ওসমান ও ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নেজামে ইসলাম পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। এজন্য হেফাজত আমিরের কাছে দোয়া নিতে গেছেন তিনি।
মন্তব্য করুন