ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে পুনরায় বাংলার মসনদে ফেরানোর জন্য ভারত ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১৩তম দিন রোববার (১৩ জুলাই) দিনাজপুরের বাহাদুর বাজার লিলি মোড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ প্রধান বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার আমলে রাজনীতি, সরকারি, বেসরকারি, প্রশাসন তথা দেশের গুরুত্বপূর্ণ সব জায়গায় ভারতীয় লোকজনের উপস্থিতি নিশ্চিত করেছিল; কিন্তু হাসিনামুক্ত বাংলাদেশে জনগণ সেটা আর হতে দেবে না। দেশের স্বার্থে বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। আগ্রাসনের বিরুদ্ধে তারা আজ সোচ্চার।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসররা এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার করতে হবে। এটা দেশবাসীর দাবি।
পথসভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, সহসভাপতি মাহবুব আলম ননী, দিনাজপুর জেলা সভাপতি অ্যাডভোকেট নুরুন নবী, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, জেলা জাগপা নেতা বাপ্পি চৌধুরী, গাজী নুরুজ্জামান, ফিরোজ কবীর, অরুণ মোহন্ত, সোহেল রানা, জেলা শ্রমিক নেতা মিস্টার আলী, আমিনুল ইসলাম, রাসেল আহমেদ, জেলা যুবনেতা হৃদয় বাকি, শহিদুল ইসলাম, রাফি ইসলাম, জেলা ছাত্রনেতা আল আমিন প্রমুখ।
মন্তব্য করুন