খুলনা ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্বাচিপ নেতাকে বিভাগীয় প্রধান করতে হাসপাতাল পরিচালককে চাপ

স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাকে বিভাগীয় প্রধান করতে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালককে চাপ দেন বলে অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা
স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাকে বিভাগীয় প্রধান করতে খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালককে চাপ দেন বলে অভিযোগ উঠেছে। ছবি : কালবেলা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. সাইদুর রহমানের সফর ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে খুলনার সাধারণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে। মেডিকেল শিক্ষার্থীদের আবাসিক হল সংস্কারসহ গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নে কোনো বক্তব্য না দিয়ে জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে ভূমিকা নেওয়া ও স্বাচিপ নেতাকে বিভাগীয় প্রধান করতে হাসপাতাল পরিচালককে চাপ দেন সচিব সাইদুর রহমান।

এর প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টা ক্লাস বর্জন করায় অচলাবস্থা তৈরি হয়েছে। এ ছাড়া গণমাধ্যম ও স্টেক হোল্ডারদের না জানিয়ে খুলনার একটি বিতর্কিত এনজিওর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ায় তার সফরকে ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করার অ্যাজেন্ডা হিসেবে দেখছেন খুলনার বিএনপি জামায়াতপন্থি চিকিৎসকরা।

জানা গেছে, সফরসূচি অনুযায়ী স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান গত ১১ জুলাই খুলনা বিশেষায়িত হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। বিকেলে তিনি নগরীর সোনাডাঙ্গায় নবনির্মিত ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন এবং সন্ধ্যায় হোটেল ওয়েস্টার্ন ইন-এ স্বাস্থ্য সেবায় বেসরকারি সংস্থার (এনজিও) সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন। যে বেসরকারি সংস্থার আয়োজনে সেখানে তিনি যোগ দেন সেটি বিগত দিনের একটি বিতর্কিত এনজিও হিসেবেই পরিচিত ছিল। এ ছাড়া ওই অনুষ্ঠানে কোনো সরকারি প্রচার মাধ্যমকেও জানানো হয়নি। জানানো হয়নি প্রথম সারির অনেক গণমাধ্যমকেও।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক ও আবাসিক ভবন সংস্কারের। কিন্তু এটি গণপূর্ত বিভাগের দায়িত্ব বলেই তিনি এড়িয়ে যান। এজন্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খুলনা মেডিকেলের শিক্ষার্থী মো. রাহাতুজ্জামান বলেন, আমরা কিছু দাবি দাওয়া তুলে ধরেছিলাম। কিন্তু সেগুলো বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা শনিবার থেকে ক্লাস বর্জন করে। এরপর কলেজ কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগের সঙ্গে কথা বলে ২০ দিনের সময় চাওয়ায় আজ থেকে ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা। আশা করা যাচ্ছে গণপূর্ত বিভাগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২০ দিনের মধ্যে ক্যাম্পাসের রাস্তা ও হলের ছাদ সংস্কার হবে।

জানা গেছে, খুলনা বিশেষায়িত হাসপাতাল পরিদর্শনকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ খুলনা জেলার বর্তমান কোষাধ্যক্ষ ডা. বিষ্ণু পদ সাহাকে কেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হচ্ছে না এজন্য হাসপাতালের পরিচালককে ভর্ৎসনা করেন স্বাস্থ্য সচিবের সফরসঙ্গী হিসেবে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তখন পাশে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান।

অথচ ডা. বিষ্ণুপদ সাহা খুলনা মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ছিলেন। জুলাই আন্দোলনে শান্তি সমাবেশের নামে ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন ডা. বিষ্ণুপদ সাহা। হাসিনা সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ স্বাচিপ নেতাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদানের জন্য চাপ দেওয়া নিয়ে অসন্তোষ বিরাজ করছে সাধারণ চিকিৎসকদের মধ্যে।

খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন বলেন, কার্ডিওলজি বিভাগের সিনিয়র চিকিৎসক ডা. ইকতিয়ার হাসান খানই বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। তার পরেও কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ডা. বিষ্ণু পদ সাহাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনার বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আকরামুজ্জামান বলেন, সচিব হিসেবে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি দেখা উচিত ছিল। তিনি যে একটি বিশেষ মিশন নিয়ে খুলনা সফরে আসেন সে বিষয়টি তিনি যাওয়ার পর আঁচ করা গেছে। এটি নিয়ে সবার কথা বলা উচিত।

ন্যাশনাল ডক্টরস ফোরাম খুলনা মহানগর সভাপতি ডা. আসাদুল্লাহিল গালিব বলেন, স্বাস্থ্য সচিবের খুলনা সফরকালে চিকিৎসকদের কোনো দাবি-দাওয়ার কথাই শোনেননি। মনে হচ্ছে তিনি কোনো একটি বিশেষ গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার মিশন নিয়েই খুলনা সফরে আসেন। যেটি এই পরিবর্তিত আমলে মেনে নেওয়া কঠিন।

এ বিষয়ে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দফা দাবি আদায়ে ঢাকায় জুলাই ঐক্যের প্রতীকী কফিন ও মশাল মিছিল

দেশ সেরা ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

এনসিপির সমাবেশে হামলার নিন্দা / দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় হেফাজতের বিবৃতি

একযোগে গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’

১০

ফ্যাসিবাদ রুখতে সরকারকে কঠোর হতে হবে: ইউট্যাব

১১

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি সংগঠকরা

১২

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

১৩

এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার

১৪

সারা দেশে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১৫

জুলাই শহীদ দিবসে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা সভা

১৬

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

১৭

একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : টিটু

১৮

রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার খাবেন, দেখে নিন

১৯

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

২০
X