রাজবাড়ী সদর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

একই দিনে দুটি দলের কর্মসূচিকে ঘিরে রাজবাড়ীতে দেখা দিয়েছে অস্থিরতার শঙ্কা। আগামীকাল ১৭ জুলাই জেলায় দুটি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলাদাভাবে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এর মধ্যে এনসিপি জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেল ৩টায় রাজবাড়ীতে শোভাযাত্রা করবে। অন্যদিকে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ী জেলা যুবদল একই সময় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।

এই দুই কর্মসূচিতে সম্ভাব্য অস্থিরতার শঙ্কা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে তৈরি হয়েছে ভীতিকর অবস্থা৷ তবে উভয় পক্ষই জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। তবে আজ গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার ঘটনা রাজবাড়ীতেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও এনসিপির অন্যতম সদস্য সাইদুর জামান সাকিব বলেন, কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচি আওতায় রাজবাড়ীতে আগামীকাল ৩টায় জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা আয়োজন করেছে। ইতোমধ্যে এ আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে রাজবাড়ী জেলার এনসিপির নেতাকর্মীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে এই আয়োজন হচ্ছে বলে জানান তিনি।

একই সঙ্গে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি একই দিনে রাজবাড়ী জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এমনটা মনে করছি না। রাজবাড়ী জেলা একটি শান্তিপ্রিয় জেলা, এখানে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে বসবাস করি। একই দিনে জেলা যুবদলের প্রোগ্রাম ও এনসিপির প্রোগ্রাম সাংঘর্ষিক হবে না বলে তিনি জানান। তবে এই সুযোগে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের সুযোগ না পায় এ বিষয়ে দায়িত্বশীলদের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিষয়টি নিয়ে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সব থেকে বড় দল। এই দল বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে বারবার। তবে দুষ্কৃতিকারীরা বসে নেই, তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে।

রাজবাড়ীতে যুব দল অনেক সুসংগঠিত ও দুষ্কৃতিকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানান তিনি। পাশাপাশি একই দিনে এনসিপি ও যুব দলের প্রোগ্রাম সম্পর্কে তিনি বলেন, রাজবাড়ীতে কারা প্রোগ্রাম করবে বা করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এবং নাগরিক অধিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কাজেই যার যার প্রোগ্রাম তারা তারা করবে। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবে দুষ্কৃতিকারীরাও থেমে নেই, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। রাজবাড়ী জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। রাজবাড়ী জেলা যুবদল শান্তির শৃঙ্খলা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

বিষয়টিতে রাজবাড়ীর সামাজিক সচেতন মহল বলছেন, রাজবাড়ী জেলা একটি শান্তিপ্রিয় জায়গা। আমরা আশা করি, দল-মত নির্বিশেষে রাজবাড়ী জেলার মানুষ সব সময় শান্তি শৃঙ্খলাকে গুরুত্ব দেবে। তবে কেউ যেন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় এর জন্য প্রশাসনকে আরও গুরুত্ব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১০

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১১

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

১২

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১৩

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

১৪

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

১৫

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

১৬

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

১৭

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি

১৮

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

১৯

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

২০
X