রাজবাড়ী সদর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

একই দিনে দুটি দলের কর্মসূচিকে ঘিরে রাজবাড়ীতে দেখা দিয়েছে অস্থিরতার শঙ্কা। আগামীকাল ১৭ জুলাই জেলায় দুটি দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলাদাভাবে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এর মধ্যে এনসিপি জুলাই পদযাত্রার অংশ হিসেবে বিকেল ৩টায় রাজবাড়ীতে শোভাযাত্রা করবে। অন্যদিকে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ী জেলা যুবদল একই সময় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে।

এই দুই কর্মসূচিতে সম্ভাব্য অস্থিরতার শঙ্কা রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে তৈরি হয়েছে ভীতিকর অবস্থা৷ তবে উভয় পক্ষই জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। তবে আজ গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার ঘটনা রাজবাড়ীতেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও এনসিপির অন্যতম সদস্য সাইদুর জামান সাকিব বলেন, কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচি আওতায় রাজবাড়ীতে আগামীকাল ৩টায় জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা আয়োজন করেছে। ইতোমধ্যে এ আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে রাজবাড়ী জেলার এনসিপির নেতাকর্মীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে এই আয়োজন হচ্ছে বলে জানান তিনি।

একই সঙ্গে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি একই দিনে রাজবাড়ী জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এমনটা মনে করছি না। রাজবাড়ী জেলা একটি শান্তিপ্রিয় জেলা, এখানে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে বসবাস করি। একই দিনে জেলা যুবদলের প্রোগ্রাম ও এনসিপির প্রোগ্রাম সাংঘর্ষিক হবে না বলে তিনি জানান। তবে এই সুযোগে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের সুযোগ না পায় এ বিষয়ে দায়িত্বশীলদের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিষয়টি নিয়ে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সব থেকে বড় দল। এই দল বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে বারবার। তবে দুষ্কৃতিকারীরা বসে নেই, তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করছে।

রাজবাড়ীতে যুব দল অনেক সুসংগঠিত ও দুষ্কৃতিকারীদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে জানান তিনি। পাশাপাশি একই দিনে এনসিপি ও যুব দলের প্রোগ্রাম সম্পর্কে তিনি বলেন, রাজবাড়ীতে কারা প্রোগ্রাম করবে বা করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এবং নাগরিক অধিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কাজেই যার যার প্রোগ্রাম তারা তারা করবে। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবে দুষ্কৃতিকারীরাও থেমে নেই, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। রাজবাড়ী জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের সবার। রাজবাড়ী জেলা যুবদল শান্তির শৃঙ্খলা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।

বিষয়টিতে রাজবাড়ীর সামাজিক সচেতন মহল বলছেন, রাজবাড়ী জেলা একটি শান্তিপ্রিয় জায়গা। আমরা আশা করি, দল-মত নির্বিশেষে রাজবাড়ী জেলার মানুষ সব সময় শান্তি শৃঙ্খলাকে গুরুত্ব দেবে। তবে কেউ যেন রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় এর জন্য প্রশাসনকে আরও গুরুত্ব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

চাকরির মেয়াদ বাড়ল র‍্যাবের ডিজি ও এসবি প্রধানের 

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

চট্টগ্রামে স্কুল থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৩

পিটার হাস বাংলাদেশে, নির্বাচনের আগে আবার আলোচনায়

বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

চবিতে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান চসিক মেয়র শাহাদাত

কুকুর ঘেউ ঘেউ করায় মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১০

উচ্চশিক্ষায় গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : রুয়েট উপাচার্য

১১

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

১২

অভ্যুত্থানের এক বছর পরও নিরাপত্তা নিশ্চিত হয়নি : আদীব

১৩

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে কেএসআরএমের ট্রাফিক সাইন হস্তান্তর

১৪

ইয়েমেনে হুতিদের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাহ

১৫

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাকৃবি

১৬

বুধবার ঢাকায় জোহরের নামাজের ইমামতি করবেন আল্লামা পীর সাবির শাহ্

১৭

‘নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা হবে বিপজ্জনক’

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নির্বাচন নিয়ে ফখরুলের বার্তা

১৯

মেক্সিকোয় নিখোঁজ ১ লাখ ৩০ হাজার মানুষ, কী ঘটেছে তাদের ভাগ্যে?

২০
X