সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা সাবেক এমপি মান্নান তালুকদার মারা গেছেন

সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার। ছবি : সংগৃহীত
সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মান্নান তালুকদার (৮৯) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১১টায় আমাদের অভিভাবক মান্নান তালুকদার মারা গেছেন। তার জানাজার ও দাফনের সময় পরে জানিয়ে দেওয়া হবে।

এদিকে মান্নান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক রাকিবুল করিম খান পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক, তারাশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী প্রমুখ।

আব্দুল মান্নান তালুকদার তৎকালীন ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মুসলিম জমিদার কাটার মহল পরগনার প্রতিষ্ঠাতা মুন্সি আব্দুর রহমান তালুকদারের বংশধর জমিদার ফজলার রহমান তালুকদারের পঞ্চম সন্তান।

তিনি ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি হয়। পরে রাজনীতির পাশাপাশি ঠিকাদারি পেশায় নিয়োজিত হন। ১৯৫৭ সাল থেকে সুনামের সঙ্গে তিনি ঠিকাদারি ব্যবসা করেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার বিজয়ী হন। এরপর টানা চারটি সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। মান্নান তালুকদার দীর্ঘদিন জেলা বিএনপির সভাপতি ও আহবায়ক পদে দায়িত্ব পালন করেন।

মান্নান তালুকদারের মৃত্যুর খবরে তার নির্বাচনী এলাকা রায়গঞ্জ-তাড়াশসহ সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক জানান, আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৪

লড়াই শেষ না করে আমরা থামব না : নাহিদ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা করলেন লরেন ড্রেয়ার

গোপালগঞ্জের ঘটনার জেরে নয়, সেই সেনা সদস্য চাকরি ছাড়েন আগে

এনআরবিসি ব্যাংকে নিয়োগ, আবেদন করুন অনলাইনে

হাসপাতালে রাকেশ রোশান

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

গাজীপুরে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪

ট্রাম্প সফরের খবর প্রত্যাহার করে নিল পাকিস্তানি টিভি চ্যানেল

১০

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি

১১

ডোবায় ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ

১২

নেপালের বিপক্ষে হামজা-সামিতকে পাচ্ছে না বাংলাদেশ

১৩

আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার

১৪

প্রাকৃতিক ৭ উপায়ে ত্বক রাখুন মসৃণ ও সুন্দর

১৫

ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরের বড় ক্ষতি

১৬

ভিসাপ্রার্থীদের জন্য আমেরিকার কড়া বার্তা

১৭

এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

১৮

হাদিস: ইসলামী জীবনের পথনির্দেশ

১৯

প্রাইভেটকারে চুরির গরু নিয়ে যাচ্ছিল চোর, অতঃপর...

২০
X