নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ তাহমিদের মৃত্যুর পরেই ফুঁসে ওঠে নরসিংদী

তাহমিদ ভূঁইয়া তামিম। ছবি : সংগৃহীত
তাহমিদ ভূঁইয়া তামিম। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই বিকেলে নরসিংদী শহরে গুলিবিদ্ধ হয়ে তাহমিদ ভূঁইয়া তামিম (১৫) নামে এক শিক্ষার্থী প্রথম শহীদ হন। একই দিন বিকেলে শহীদ হন ইমন মিয়া (১৯) নামে আরও এক শিক্ষার্থী। এর পরেই ফুঁসে ওঠে ছাত্রদের পাশাপাশি নরসিংদীর সর্বস্তরের জনগণ।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড়ে এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝখানে পড়ে তাহমিদ। পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। এতে সে গুরুতর আহত হয়ে পড়লে সঙ্গে থাকা আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

সেখানে নেওয়ার পর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরেই তারা লাশ হাসপাতালের স্ট্রেচারে করে আন্দোলনস্থল জেলখানা মোড়ে নিয়ে আসেন। লাশ সামনে রেখে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

অপর দিকে জেলখানা মোড়ে পুলিশের গুলিতে ইমন মিয়া নামে আরও এক শিক্ষার্থী নিহত হন। এসময় সাথের আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শহীদ তাহমিদ সদর উপজেলার চিনিশপুর গ্রামের পল্লিচিকিৎসক রফিকুল ইসলামের ছেলে। সে নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শহীদ ইমন মিয়া পলাশ উপজেলার দড়িচর গ্রামের কায়েম মিয়ার ছেলে। সে নরসিংদী আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছেলেন।

আন্দোলনে থাকা জাহিদ নামে এক শিক্ষার্থী বলেন, তাহমিদের লাশ হাসপাতাল থেকে স্ট্রেচারে করে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়সহ নরসিংদীর রাজপথে মিছিল করি। এ সময় মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের মূল ফটকের সামনের রাস্তায় স্বৈরাচারবিরোধী স্লোগান দিতে থাকি। এসময় পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আমরা তাহমিদের লাশ ফেলেই দৌড়ে সরে যায়। এসময় পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাহমিদের লাশে গুলি লাগে।

শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ছেলের মরদেহে গুলির দৃশ্য দেখে বুকে ভীষণ রক্তক্ষরণ হচ্ছিল আমার, আমি চিৎকার করতে করতে বাকরুদ্ধ হয়ে পড়ি প্রায়। এ অবস্থায় আন্দোলনকারীরা আত্মরক্ষার্থে লাশ ফেলে আমাকে টেনে নিয়ে নিকটবর্তী একটি মসজিদে ঢুকে পড়ে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আন্দোলনকারীদের সহায়তায় লাশ নিয়ে বাড়িতে ফিরি। রাতেই ছেলের বিদ্যালয় প্রাঙ্গণ ও চিনিশপুর ঈদগাহে দুই দফা জানাজা শেষে ময়নাতদন্ত ছাড়াই চিনিশপুর কবরস্থানে দাফন করা হয়।

নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, রাবার বুলেট বিদ্ধ তাহমিদকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন শিক্ষার্থীরা। রাবার বুলেটে বুক ঝাঁঝরা হয়ে যায়। তাকে মৃত ঘোষণা করার পরপরই উত্তেজিত শিক্ষার্থীরা হাসপাতাল থেকে তার লাশ নিয়ে চলে যায় আন্দোলনস্থলে। শুধু তাহমিদ নয়, জুলাই-আগস্টের আন্দোলনে নরসিংদী জেলা হাসপাতালে চারশতাধিক আন্দোলনকারী আহতদের চিকিৎসা সেবা দিয়েছে। অনেক আহতই আমাদের হাসপাতালের খাতায় নাম লেখাননি পুলিশের ভয়ে।

তিনি আরও বলেন, এ হাসপাতালের প্রতিটি চিকিৎসক, নার্সসহ সবাই যার যার অবস্থান থেকে আন্দোলনকারীদের সহযোগিতা করেছিলেন। দিন নেই, রাত নেই, চিকিৎসকসহ হাসপাতালের সবাই আহতদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়েছেন। তাহমিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল।

হত্যাকারী চিহ্নিত করা হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান কালবেলাকে জানান, নরসিংদীতে ১৮ জুলাইয়ের ঘটনায় ইতোমধ্যে একজন ম্যাজিস্ট্রেট ও একজন পুলিশ কর্মকর্তা জেল হাজতে রয়েছে। আর মামলাটি আইসিটি বিভাগ দেখছে।

এদিকে শহীদ তাহমিদ ও ইমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল প্রস্তুত’

বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ / চ্যাম্পিয়নকে বিদায় করলেন সিবগাত উল্লাহ

আবাহনীতে মোরসালিন-আল আমিন অধ্যায় শুরু

বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সভাপতি সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা স্বৈরাচারের দোসর’

১৮ জুলাই স্মৃতিচারণ করে নাছিরের ফেসবুক স্ট্যাটাস

জিয়ার মাজার এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ পরিদর্শককে গোপালগঞ্জে বদলি

মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

১০

রাত জেগে মারাত্মক যেসব ক্ষতি করছেন

১১

সংস্কারের পরেই নির্বাচন করতে হবে : নাহিদ ইসলাম

১২

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

১৩

‘গণঅভ্যুত্থানের ফসল কাদের হাতে তুলে দিয়েছি, ভাবতে হচ্ছে আমাদেরই’

১৪

‘জুলাই আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিপক্ষে জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ’

১৫

মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন

১৬

নেতাকর্মীদের অসুস্থ স্বজনের খোঁজ নিতে হাসপাতালে মীর হেলাল

১৭

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে : ডা. তাহের

১৯

বগুড়ায় বিভীষিকাময় দুই হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

২০
X