কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গণমিছিলে গিয়ে বিএনপি নেতার আকস্মিক মৃত্যু

ছৈয়দ নূর সওদাগর। ছবি : সংগৃহীত
ছৈয়দ নূর সওদাগর। ছবি : সংগৃহীত

কক্সবাজারে এনসিপির কর্তৃক বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও সম্প্রতি হামলায় নিহত স্থানীয় বিএনপি রহিম উদ্দিন সিকদারকে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত গণমিছিলে অংশ নিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ছৈয়দ নূর সওদাগর (৫৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন।

রোববার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে অসুস্থ হয়ে আধাঘণ্টার মধ্যে মারা যান তিনি।

ছৈয়দ নূর সওদাগর কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব। তিনি উপজেলার পিএমখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।

কক্সবাজার সদর উপজেলা বিএনপি আহ্বায়ক আবদুল মাবদু জানান, পিএমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক রহিম উদ্দিন সিকদারকে হত্যা ও এনসিপির কর্তৃক বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পূর্ব নির্ধারিত একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে বিপুল নেতাকর্মীর বিশাল বহর নিয়ে যোগ দেন ছৈয়দ নুর। মিছিলপূর্ব একটি প্রতিবাদ সভা জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘ বক্তব্য দেন এবং পরে শহর প্রদক্ষিণ করা গণমিছিলে অংশ নেন। গণমিছিল শেষ জেলা বিএনপি কার্যালয়ে আসে ছৈয়দ নূর সওদাগর এবং চেয়ারে বসা অবস্থায় তিনি ঢলে পড়েন। নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হন ছৈয়দ নূর সওদাগর এবং এতে মৃত্যুবরণ করেন।

একজন জ্যেষ্ঠ নেতার এমন আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়ে গণমিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের মালিকানাধীন হোটেল নিরিবিল চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষবারের মতো নেতাকর্মীরা ছৈয়দ নূর সওদাগরকে দেখেন। এসময় নেতাকর্মীদের কান্নার আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা ছৈয়দ নূর সওদাগর দীর্ঘকাল বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। পরে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর মৃত্যুকালীন সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।

তার মৃত্যুতে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ আরা স্বপ্নাসহ বিভিন্ন স্তরের নেতারা তাৎক্ষণিক শোক প্রকাশ করে করে বিবৃতি দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদল নেতা খুন, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

ভয়াবহ আগুনে হার্ডওয়্যারের দোকান পুড়ে ছাই

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল জামায়াত

শেরপুরে পোস্ট অফিস থেকে জাল টাকা সরবরাহে গ্রেপ্তার ২

পেনশন স্কিমের দাবির অর্থ হবে আয়করমুক্ত : জীবন বীমা এমডি

চাঁপাইনবাবগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে মিষ্টি মুখ

বিয়েতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত ১১

‘মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

শাহজালালের কার্গোতে আগুনে ক্ষতি কত, জানাল বিজিএমইএ

১০

লঘুচাপ-নিম্নচাপ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১১

শরীয়তপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

১৩

আ.লীগ আমলে একটাই খেলা হয়েছে, অস্ত্রের খেলা : দুলু

১৪

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

১৫

সুস্থ থাকতে কোন বয়সে কত ঘণ্টা ঘুমানো প্রয়োজন, জেনে নিন

১৬

ফেসবুকে দিয়েছিলেন বিনামূল্যে লাশ পরিবহনের খবর, তিনিই এখন যাত্রী!

১৭

দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে : ইসলামী সমাজ

১৮

মোমের আলোয় প্রয়াতদের স্মরণ করেন স্বজনরা

১৯

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন

২০
X