রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় স্কুল থেকে ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন মা আফসানা প্রিয়া। তার ছোট ছেলে আফসান ওহী (৯) নিরাপদে ফিরে এলেও, মায়ের কোনো খোঁজ মিলছে না।
পরিবার জানায়, সোমবার (২১ জুলাই) সকালে ছেলেকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অপেক্ষায় ছিলেন আফসানা। হঠাৎ ঘটে বিমান দুর্ঘটনা। তখন প্রাণ বাঁচাতে অভিভাবক-শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সে সময় আফসান ওহী অক্ষত অবস্থায় উদ্ধার হলেও, মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আফসানার স্বজনরা মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ আফসানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী।
আফসানার স্বজনরা জানান, আমরা ঘটনাস্থলে গিয়েও এখনো কোনো সন্ধান পাইনি। কেউ যদি তার খোঁজ পায়, তাহলে অনুগ্রহ করে কন্ট্রোল রুম বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করবেন।
মন্তব্য করুন