লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৮:২৪ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যাদের উপহার পাওয়ার কথা তারা এখন সারি সারি কবরে

পরিবারের সাত সদস্যের কবর। ছবি : কালবেলা
পরিবারের সাত সদস্যের কবর। ছবি : কালবেলা

আড়াই বছর পর ওমান থেকে দেশে ফেরা বাহার উদ্দিনের কাছ থেকে যাদের উপহার নেওয়ার কথা, তারা এখন একের পর এক শুয়ে আছেন কবরে। থেকে থেকেই ওই বাড়ি থেকে আসা আর্তচিৎকারে ভারী হয়ে উঠছে চারপাশের বাতাস।

কেউ না কেউ কবরগুলোর পাশে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠছেন। কে কাকে কী বলে সান্ত্বনা দেবেন, সেই ভাষাও হারিয়ে ফেলেছেন পরিবারটির মানুষ।

বুধবার (৭ আগস্ট) ওমান থেকে ফেরেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাসিন্দা বাহার।

তাকে আনতে বিমানবন্দরে যান বাবা-মা, নানি, স্ত্রী-ভাবি, শিশুরাসহ ১৩ জন। পথে ভোরের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি খালে নামিয়ে দেন চালক। এতে পরিবারের পাঁচজন বেঁচে গেলেও তিন শিশুসহ সাতজনই মারা যান। এখন বাহারের বাড়িতে পাশাপাশি কবরে শুয়ে আছে তারা।

স্বজনরা জানান, গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আবদুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বেরোতে পেরেছেন। বাহারের মা মুরশিদা বেগম (৫০), স্ত্রী রাজিয়া সুলতানা কবিতা (২৪), মেয়ে মীম আক্তার (২), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) ও বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তারকে (২৫) পাশাপাশি কবর দেওয়া হয়েছে। শুধু নানি ফয়জুন নেছাকে (৭০) হাজিরপাড়া গ্রামে তার বাড়িতে দাফন করা হয়েছে। বুধবার বাদ আসর স্থানীয় উত্তর জয়পুর জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিহত ৭ জনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়।

সরেজমিন দেখা যায়, বৃহস্পতিবার সকালে প্রবাসী বাহারদের কাচারিবাড়ির ওই করবস্থানের পাশে কয়েকজন ডুকরে কাঁদছেন। তাদের মধ্যে বাহারের স্ত্রীর বড় বোন লিপি আক্তার একজন। তিনি, কবরের পাশে খুঁটি ধরে বিলাপ করছেন, ‘আমার বোন-ভাগনিরে এনে দাও। মীমকে এনে দাও তোমরা। আমি ওদের আদর করব।’

বাহারের ভাবি লাবণী আক্তার ও দুই ভাতিজি নিহত হয়েছেন ওই দুর্ঘটনায়। তাদের ঘরে গিয়ে দেখা যায়, মেয়ে ও নাতনিকে হারিয়ে আহাজারি করছেন বাবা-মা। বিলাপ করতে করতে লাবণীর মা সেলিনা বেগম বলছেন, ‘আমার বেঁচে থাকার সব আনন্দ শেষ হয়ে গেল। আমার নাতনিরা…আমার মেয়ে… কেউ ওদের ফিরায়ে আনো…।’

কথা হয় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরা বাহারের বাবা আব্দুর রহিমের সঙ্গে। তিনি জানান, বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের পাশের খালে মাইক্রোবাস ফেলে পালিয়ে যান চালক। তার নাম-পরিচয়ও জানেন না ভুক্তভোগী পরিবার। গাড়ির মালিক রাসেল গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনিও চালকের সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বলেননি বলে জানান তিনি। এ ঘটনার জন্য চালককে সম্পূর্ণভাবে দায়ী করে তার শাস্তির দাবি জানিয়েছে পরিবারটি।

অভিযুক্ত মাইক্রোবাস চালকের নাম আকবর হোসেন (২৪)। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত ফয়েজ আহমেদের ছেলে।

আব্দুর রহিম বলেন, ‘চালকের ঘুমের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তার কারণেই একসঙ্গে পরিবারের ৭ জনকে হারাতে হয়েছে। এক দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা তাকে ছেড়ে দেবো না। তার বিরুদ্ধে মামলা করব।’

এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন কালবেলাকে বলেন, ‘চালক আকবর ঘটনার পর থেকেই পালিয়ে রয়েছে। তাকে আটকের জন্য চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। পরিবার মামলা না করলে আমরা মামলা করব।’

তিনি আরও বলেন, ‘আকবরের বিষয়ে এখনো বিস্তারিত কোনো কিছু জানা সম্ভব হয়নি। তাকে আটক করতে পারলে বিস্তারিত জানা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতে ইসলামীর 

ফের ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ইসির প্রাথমিক বাছাইয়ে ১৬ দল উত্তীর্ণ

৪০ হাজার টাকা বেতনে ভিভো-তে কাজের সুযোগ

ঋতুপর্ণাদের পর এবার সাগরিকারাও খেলবে এশিয়ান কাপে

সচিবালয় কর্মচারীদের পদের নাম পরিবর্তনে ৯ যৌক্তিকতা

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে ‘প্রস্তুত হ রাজাকার’ লিখে হুমকি

যেসব আমলে দ্রুত বিয়ে হয়

ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে যাদের ১৫ হাজার ডলার লাগবে

দৃষ্টিভঙ্গি সংস্কারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব : সালাহউদ্দিন

১০

হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’ হয়েছি : টিউলিপ

১১

গাজীপুরে যেভাবে হানিট্র্যাপের শিকার হন যাত্রীরা

১২

সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

১৩

পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে নিশোর, শুটিং বন্ধ 

১৪

সতীনকে নিজের লিভার দিয়ে বাঁচালেন নারী

১৫

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

১৬

সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ

১৭

চাকরিচ্যুতদের অবরোধে ২৫ ব্যাংকের কার্যক্রম ৪ ঘণ্টা বন্ধ

১৮

বুটেক্সের তিন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

১৯

স্বল্পমূল্যে ইন্টারনেট ও স্মার্টফোন সরবারহ করতে চায় সরকার

২০
X