শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ-বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ ২০০১ সালের পরে আর কখনো ভোট দিতে পারেনি। পরবর্তী প্রতিটি নির্বাচনেই ভোটের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

শুক্রবার (১৫ আগস্ট) পিতা ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ছয়বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মরহুম ডা. নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষকে কখনো তারা ভোট কেন্দ্রে যাওয়ারই সুযোগ দেয়নি। দেশের মানুষ তাই একটা নির্বাচন চায়, সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই তাই তারা নির্বাচন চায়।

দুলু বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশ-বিদেশে এই নির্বাচন না হওয়ার জন্য তত ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, এতদিন ১৫ আগস্ট একমাত্র শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছাড়া কারও মৃত্যুবার্ষিকী বা জন্মদিন পালনের সুযোগ ছিল না। যার জন্য চাইলেও বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পারেননি। নিজের পিতার জন্ম তারিখ ১৫ আগস্ট হওয়ায় দুলুও পিতার জন্মদিন উদযাপন করতে পারেননি।

দুলু বলেন, তিনি এমপি-মন্ত্রী হয়ে সরকারের টাকায় নাটোরের উন্নয়ন করলেও তার পিতা ডা. নাসির উদ্দীন তালুকদার নিজের পকেটের টাকায় নাটোরের উন্নয়ন করেছেন। নাটোর মুসলিম ইন্সটিটিউট, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ও শীষ চন্দ্র বিদ্যা নিকেতন স্থাপনে তার পিতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পিতার এসব ভালো কাজের ফল স্বরূপ নাটোরের মানুষ তাকে বারবার এমপি নির্বাচিত করেছেন।

দুলুর নিজ গ্রাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর জামে মসজিদ চত্বরে আয়োজিত দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ ১৫ আগস্ট কাউকে কোন দিবস পালন করতে দেয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিনে জন্মগ্রহণ করছেন। বাংলাদেশে খালেদা জিয়ার মতো গুণী মানুষের জন্ম না হলে আজ দুলুর মতো এমপি মন্ত্রী বা নেতার জন্মও হতো না। তাই তিনি বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১০

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

১১

‘স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বাধায় রবীন্দ্রবিরোধী চক্র জড়িত’

১২

দেশ অস্থিতিশীল করে তৃতীয় শক্তিকে আনতে চায় একটি চক্র : খায়রুল কবির খোকন

১৩

জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে : ডা. তাহের

১৪

৫০ হাজার টাকার জালনোটসহ চক্রের দুই সদস্য আটক

১৫

‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’

১৬

হাওরে নিখোঁজ শিশুর মরদেহ ৩ ঘণ্টা পর উদ্ধার 

১৭

বরিশালে মহিউদ্দিন রনিসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

১৮

সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় জায়গা পেল বাংলাদেশের দুই লড়াই

১৯

ঘাসভর্তি বস্তায় মিলল ৫১ হাজার মার্কিন ডলার

২০
X