সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বাধায় রবীন্দ্রবিরোধী চক্র জড়িত’

সংবাদ সম্মেলন করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : কালবেলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন মহল দাবি করে বলেছেন, ‘যখন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উত্তাল, ঠিক তখন পরিবেশ আন্দোলনকর্মীর পরিচয়ে রবীন্দ্রবিরোধী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চলনবিল ক্ষতিগ্রস্ত হওয়ার মিথ্যা প্রচারণা শুরু করেছে চক্রটি।’

শুক্রবার (১৫ আগস্ট) প্রস্তাবিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণ ও দ্রুত ডিপিপি অনুমোদনের দাবিতে পৃথক তিনটি সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেছেন।

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর অডিটোরয়িামে সকাল সাড়ে ১০টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত প্রক্টর মো. নজরুল ইসলাম। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থানের সঙ্গে চলনবিলের কোনো সম্পর্ক নেই। এখান থেকে চলনবিলের দূরত্ব ৬৮ কিলোমিটার। মাঝখানে গ্রাম, বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদসহ নানা অবকাঠামো রয়েছে।

চলনবিল রক্ষ করতে চাইলে বাঁধ নিয়ে কথা বলুন, স্লুইসগেট নিয়ে কথা বলুন, ভূমি দখল নিয়ে কথা বলুন, অবৈধ বালু উত্তোলন নিয়ে কথা বলুন। বিশ্ববিদ্যালয় প্রকৃতিকে আশ্রয় করে মানুষ ও প্রকৃতির পারস্পরিক মিতালি রক্ষা করে তৈরি হয়। ষড়যন্ত্রকারীরা কেবল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিরোধী নয়, তারা রবীন্দ্রবিরোধী, উচ্চশিক্ষাবিরোধী এবং দেশবিরোধী।

এ সময় সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ, সহকারী অধ্যাপক দেবশ্রী দোলন, প্রোগ্রামার মানিক আহমেদ ও কম্পিউটার অপারেটর সজীব উপস্থিত ছিলেন।

একই স্থানে বেলা সাড়ে ১১টায় বহল বাড়ি ও বুড়ি পোতাজিয়া গ্রামবাসীর পক্ষে সচেতন নাগরিক ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গ্রামবাসীর পক্ষে ডা. আব্দুল হান্নান বলেন, বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত ক্যাম্পাস প্রকল্প এলাকা দিয়ে চলনবিলের পানি প্রবাহিত হয় না। চলনবিলের পানি অন্য দিক দিয়ে যায়। তাহলে চলনবিলের ক্ষতি হবে কী করে? যারা বালুর ব্যবসা, গোচারণ ভূমি ইজারার নামে লুটপাটের সঙ্গে জড়িত, তারাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাধা দিচ্ছেন।

এ সময় সমাজসেবক মোহাম্মদ আলী, জাকির মাস্টার, মারুফুল ইসলাম ও ফার্মাসিস্ট শাহজাহান উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জাকারিয়া জিহাদ, মিজানুর রহমান মিলন, মেরাজ ও হাসান। তারা বলেন, পরিবেশ আন্দোলনকর্মীর পরিচয়ে একটি লোভী, স্বার্থান্ধ গোষ্ঠী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চলনবিল ক্ষতিগ্রস্ত হবে বলে মিথ্যা প্রচারণা চালাতে শুরু করে। অথচ গত ৯ বছরে এ বিষয়ে তারা একটিও কথা বলেনি। আমরা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ষড়যন্ত্রের পথ পরিহার করুন। লোভে পড়ে শত শত শিক্ষার্থীর জীবন নিয়ে খেলবেন না। এ প্রতিষ্ঠানের আলোয় আপনার পরিবার ও সমাজও আলোকিত হবে।

পৃথক সংবাদ সম্মেলন থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা আজ শনিবার প্রতীকী অনশন কর্মসূচির ঘোষণা দেন। সেইসঙ্গে আগামীকাল রোববার একনেক বৈঠকে ডিপিপি অনুমোদন না হলে সচিবালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পাঙাস সাড়ে ২৩ হাজারে বিক্রি

সিলেট-ঢাকা মহাসড়কে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

পুতিনকে নিজের গাড়িতে ডেকে নিলেন ট্রাম্প

‘প্রতিভাবানদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করবে বিএনপি’

বিবিসির বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে যে কারণে গ্রেপ্তার করা যাবে না

স্বাস্থ্য পরামর্শ / নতুন আতঙ্কের নাম জিকা ভাইরাস

এনসিপি নির্বাচনে অংশ নেবে না, যদি…

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক শুরু, যুদ্ধ বন্ধের প্রত্যাশা

‘সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ’

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

১০

সাদা পাথর লুটের ঘটনায় ১৫০০ জনের নামে মামলা

১১

‘জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না’

১২

মহাসড়ক যেন মৃত্যুকূপ, পিছু ছাড়ে না দুর্ঘটনা

১৩

সাড়ে ৪ হাজার মানুষ পানিবন্দি, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র

১৪

চট্টগ্রাম-ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু শনিবার

১৫

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : মোস্তাফিজুর রহমান

১৬

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

১৭

যমুনার পানি বিপৎসীমা অতিক্রমের হুমকিতে

১৮

ডাকসুতে ছাত্রদলের যারা প্রার্থী হতে পারেন

১৯

মামলা প্রত্যাহারসহ দুই ওসির অপসারণ দাবি

২০
X