রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২
বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চার দিনে সচল হলো শেবাচিমের ৯৫টি অচল মেশিন

মেরামত করা হয় শেবাচিম হাসপাতালের অচল মেশিন। ছবি : কালবেলা
মেরামত করা হয় শেবাচিম হাসপাতালের অচল মেশিন। ছবি : কালবেলা

ন্যাশনাল ইলেকট্রো ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) থেকে আসা সাত সদস্যের কারিগরি টিমের মাধ্যমে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ৯৫টি অচল মেশিন সচল করালেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

চার দিন ধরেই কারিগরি টিমের সদস্যরা হাসপাতালের রেডিওলজি এবং ইমেজিং, প্যাথলজি, সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ, সার্জারি, নাক-কান-গলা বিভাগের বিভিন্ন অকেজো মেশিন মেরামতের কাজ করেন।

শনিবার (১৬ আগস্ট) কারিগরি টিমের সদস্যরা হাসপাতালে অতি প্রয়োজনীয় ৯৫টি অচল মেশিন সচল করার কাজ শেষ করেন। পর্যায়ক্রমে একটি এনজিওগ্রাম, সিটি স্ক্যান, এক্স-রে, লেসিক, ওসিটি, লিথোরিপটর, এন্ডোস্কপিসহ আরও ২০টি মেশিন সচল করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের বিশেষ অনুরোধে গত সপ্তাহে নিমিউ অ্যান্ড টিসি থেকে পাঁচ সদস্যের কারিগরি টিম হাসপাতালে আসেন। তারা সব মেশিন সরেজমিন পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করেন। হাসপাতালের নিজস্ব টেকনিশিয়ানের সঙ্গে নিমিউ অ্যান্ড টিসি থেকে আরও দুজন টেকনিশিয়ানকে এনে এই কারিগরি টিমে সংযুক্ত করেন পরিচালক।

কারিগরি টিমের সদস্য উপসহকারী প্রকৌশলী (অপটিক্যাল) হাফিজুর রহমান বলেন, চার দিন ধরে নিমিউ অ্যান্ড টিসি থেকে আসা টিম ৬টি অ্যানেস্থেসিয়া মেশিন, ২৫টি সাকশন মেশিন, ১০টি আইসিইউ ভেন্টিলেটর, ৫টি অটোক্লেভ, একটি সি-আর্ম মেশিন, দুটি মনিটর, আটটি ওটি টেবিল, ৫টি ব্লাড ব্যাংক রেফ্রিজারেটর, ১০টি হাই ফ্লো নাসাল ক্যানুলা, ৫টি আইসিইউ বেড, ৬টি ওটি লাইট, ৫টি ডেন্টাল ইউনিট, দুটি ডায়াথার্মি মেশিন, ৪টি ইসিজি মেশিন, একটি এক্স-রে মেশিনসহ ৯৫টি মেশিন মেরামত শেষে সচল করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের একটি করে ইকো, কার্ডিয়াক ডিফাইব্রিলেটর, কার্ডিয়াক মনিটর, ইসিজি ক্যাথল্যাব (এনজিওগ্রাম), সিটি স্ক্যান, চোখের লেসিক, চোখের ফ্যাকো, অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি (ওসিটি), ইউরোলজি লিথোরিপটর, একটি সি-আরম, দুটি করে এক্স-রে, এন্ডোস্কপি মেশিন মেরামত শেষে চালু করা হবে। এই মেশিনগুলোর বিভিন্ন যন্ত্রাংশ আমাদের দেশে না থাকায় বিদেশ থেকে সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। সেজন্য সময় দিতে হবে। দক্ষ টেকনোলজিস্ট কিংবা জনবলের অভাবে দীর্ঘদিন মেশিনগুলো বন্ধ থাকায় এই সমস্যার সৃস্টি হয়েছে বলে জানান তিনি।

নিমিউ অ্যান্ড টিসি থেকে আসা কারিগরি টিমের বাকি ছয় সদস্য হলেন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শুভদেব সরকার, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস) অপু সরকার, উপসহকারী প্রকৌশলী (আরএসি) মো. মাহাবুব হোসেন, টেকনিশিয়ান (ইলেকট্রনিকস) মো. তৌহিদুর জামান, টেকনিশিয়ান আওলাদ হাসান ও টেকনিশিয়ান কাউছার হোসেন।

হাসপাতালের টেকনোলজিস্ট মিথুন রায় বলেন, হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রসহ রেডিওলজি এবং ইমেজিং, প্যাথলজি, সিসিইউ, আইসিইউ, অপারেশন থিয়েটার, চক্ষু বিভাগ, সার্জারি ও নাক-কান-গলা বিভাগের শখানেক মেশিন সচল করা হয়েছে। রোগীরা যেমন সেবা পাচ্ছেন, আমরাও সেবা দিতে পারছি।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের অনেক মেশিন অকেজো অবস্থায় ছিল। সেগুলো মেরামত করে সচল করা হয়েছে। রোগী সেবার মান বৃদ্ধির জন্য আমরা আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে একটি এমআরআই মেশিন, ক্যাথ ল্যাব ও সি-আম মেশিন পেতে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের সফলতার কথা কেউ বলে না। আর সেবা জোর করে হয় না, ভালোবাসা দিয়ে নিতে হয়। সমস্যা হলে ধৈর্য ধরতে হয়। মানুষকে বুঝতে হবে হাসপাতালে রোগী সেবার জন্য যে পরিমাণ জনবল প্রয়োজন, তা আমাদের নেই। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে, আমাদেরও সহযোগিতা করতে হবে।

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ : শেবাচিম হাসপাতালের অনিয়ম, দুর্নীতি রোধসহ স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে টানা ২০ দিনের আন্দোলন কর্মসূচি শেষে গতকাল সংবাদ সম্মেলন করেছেন প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনি বলেন, বরিশালের ছাত্র-জনতা টানা ২০ দিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে এ কর্মসূচির মাঝে বিভিন্ন সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, হামলা হয়েছে, তারপরও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, অপপ্রচার চালিয়ে লাভ নেই। ছাত্ররা মার খেয়ে আন্দোলন স্থগিত করেছে, কিন্তু আমরা স্থগিত করিনি, আমাদের আন্দোলন চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। চলমান আন্দোলনে আমাদের ওপর যতটা হামলা হয়েছে তার প্রত্যেকটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে রোববার (আজ) টাউনহল থেকে প্রতিবাদ মিছিল বের করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার 

জয় দিয়ে লা লিগা অভিযান শুরু বার্সেলোনার

সিলেটে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট

নতুন মৌসুমে ম্যানসিটির দাপুটে শুরু

১১ বছরের শিশু চালাচ্ছিল ভ্যান, উল্টে প্রাণ গেল দাদা-নাতির

শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে : আমিনুল হক

দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া

অক্টোবরে দুবাইতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ 

শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি : এ্যানি

১০

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেল ৩৩ বাণিজ্যিক ব্যাংক

১১

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

১২

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

১৩

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

১৪

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

১৫

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

১৬

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

১৭

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

১৮

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

১৯

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

২০
X